আমাদের কথা খুঁজে নিন

   

সৈয়দপুরে জীবন রক্ষাকারী ওষুধ সংকট

সৈয়দপুরে জীবন রক্ষাকারী গুরুত্বপূর্ণ ওষুধের সংকট দেখা দিয়েছে। বিভিন্ন জায়গায় ওষুধবাহী গাড়ি ভাঙচুর করায় গাড়ি বের করছে না কোম্পানিগুলো। ওষুধ সরবরাহ বিঘি্নত হওয়ায় বাজারে প্রায় ৫০ ভাগ ওষুধ মিলছে না। এর মধ্যে রয়েছে বেঙ্মিকোর মোমভিট, ফিলমেট, রিপ্রেস প্লাস, অ্যাজমা সল, কেজি ক্যাপ, অ্যাজমাসল ব্যাঙ্কি্যাপ, গিলিপিটার, স্কয়ারের সালটেলিন কেজি ক্যাপ, টিকাসেট কেজি ক্যাপ, নবহ্যান্ড ইনহেলার, অ্যাকসির অঙ্কিন, গ্যাস্কোর ব্যানোব্যান্ড, এসকের স্যানটিঙ্, সিটি ওভারসিজের ইউনি কনটিন-৪০০, নাট্রো কনটিন, নাট্রো মিন রিটাট ও ন্যাটোমি স্প্রে ওষুধের তীব্র সংকট চলছে। ওষুধ অভাবে হৃদরোগী, অ্যাজমা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও মানসিক রোগের মত রোগীরা পড়েছেন মহাবিপাকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.