৭ সেপ্টেম্বরের পর প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগ শুরুর কোনো পরিকল্পনা নেই বিসিবির। লটারি পদ্ধতির দলবদলের দিন মিডিয়ায় এমনটাই জানিয়েছিলেন ক্রিকেট কমিটি ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান জালাল ইউনুস। ক্লাবগুলোর দাবির মুখে সে অবস্থানে বোধহয় স্থির থাকতে পারছে না সিসিডিএম। ক্লাবগুলোর দাবি ১০ সেপ্টেম্বর লিগ লিগ শুরুর। ক্লাবগুলোর দাবির মুখেই প্রিমিয়ার ক্রিকেট ১০ সেপ্টেম্বর শুরুর আয়োজন করছে সিসিডিএম। সুপার লিগ পদ্ধতির লিগ এবার তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। বিকেএসপি, বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম ও রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে। ক্রিকেটারদের বহু প্রতীক্ষিত লটারি পদ্ধতির দলবদল অনুষ্ঠিত হয়েছে ২৫ আগস্ট। এ প্লাস, এ, বি প্লাস, বি, সি, ডি ও ই- এই সাত ক্যাটাগরির ১৬১ জন ক্রিকেটার দলবদল করেছেন।
ক্লাবগুলো পেছানোর দাবি জানালেও বিসিবি এখনো ৩ সেপ্টেম্বরই স্থির করে রেখেছে লিগ শুরুর। তবে পেছানো হবে বলে জানিয়েছেন সিসিডিএম চেয়ারম্যান, 'ক্লাবগুলো দাবি করেছে। তারা বলছে বিদেশি ক্রিকেটার আনতে হবে। দেশি ক্রিকেটারদের নিয়ে অনুশীলন শুরু করতে হবে। দলের সমন্বয় ঠিক করতে সময়ের প্রয়োজন। তাই তারা লিগ পেছানোর জন্য অনুরোধ করেছে। আমরা এখনো সিদ্ধান্ত নেইনি। তবে পেছানো হতে পারে।' লিগ মাত্র তিন ভেন্যুতে হওয়ার ব্যাখ্যায় সিসিডিএম চেয়ারম্যান বলেন, 'টি-২০ বিশ্বকাপ উপলক্ষে মিরপুর ও ফতুল্লা স্টেডিয়ামের উন্নয়ন কাজ চলছে। তাই এখানে খেলানো সম্ভব হচ্ছে না। তবে ১৫ সেপ্টেম্বরের পর মিরপুর স্টেডিয়ামে খেলা চালানো যেতে পারে। ভেন্যু সংকটের জন্যই ঢাকার বাইরে বগুড়া ও রাজশাহীতে খেলা আয়োজন করা হচ্ছে।'
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।