আমাদের কথা খুঁজে নিন

   

বিদ্যুতের দাম বৃদ্ধির সুপারিশ

আমার পোস্ট গুলো পড়ার অনুরোধ রইলো খুচরা পর্যায়ে বিদ্যুতের মূল্য ৪ দশমিক ৮৪ শতাংশ বৃদ্ধির জন্য সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি। রোববার কমিশনের কার্যালয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) প্রস্তাবিত খুচরা পর্যায়ে বিদ্যুতের মূল্য ১২ শতাংশ বৃদ্ধির ওপর গণশুনানিতে এই সুপারিশ করে মূল্যায়ন কমিটি। শুনানিতে পিডিবি’র পক্ষ থেকে ‘ব্রেকিং ইভেন্ট’ অর্জনের লক্ষ্যে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির যুক্তি উপস্থাপন করা হয়। এই পিডিবি’র পক্ষ থেকে বলা হয়, বিদ্যুতের উৎপাদন, সঞ্চালন ও অন্যান্য ব্যয় এবং গ্রাহক পর্যায়ে আয় ও ব্যয়ের মধ্যে ঘাটতি রয়েছে। তাই দাম বৃদ্ধির মাধ্যমে একটি সময়ে এসে বিদ্যুৎ খাতে আর কোনো ঘটতি থাকবে না।

পিডিবি’র এমন যুক্তির জবাবে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) পক্ষ থেকে অধ্যাপক শামসুল আলম বলেন, “যদি পিডিবি মনে করে থাকে গ্রাহক পর্যায়ে দাম বৃদ্ধির করে তারা বেঁচে থাকবেন তাহলে তা ভুল হচ্ছে। অন্য উপায়ে ঘাটতি কমানো সম্ভব। বিদ্যুতের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংশ্লিষ্ট খাতগুলোতেও ব্যয় বেড়ে যাবে। ”পিডিবি’র দাম বৃদ্ধির প্রস্তাবের বিরোধিতা করে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) পক্ষ থেকে বলা হয়, যদি আবারো বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়, তাহলে পোশাক শিল্পের জন্য চীনে যে বাজার সৃষ্টি হয়েছে তা নষ্ট হয়ে যাবে এবং এই সুযোগটি মিয়ানমারে চলে যাবে। তাই বিদ্যুতের দাম বাড়ালে সরকারকে পোশাক শিল্পেও ভর্তূকি দিতে হবে।

”গণশুনানি পরিচালনা করেন কমিশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. ইমদাদুল হক ও সদস্য প্রকৌশলী ড. সেলিম মাহমুদ এবং প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন। শুনানি শেষে পরবর্তী সিদ্ধান্ত নিবে কমিশন। খবরের সূত্র এই লিংকে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.