আমাদের কথা খুঁজে নিন

   

সিরিজ জিততে চান চন্ডিমল

সন্ধ্যায় হাই ক্যাচ ধরার সময় বাঁ হাতের তালু ফেটে যায় মাহেলা জয়বর্ধনের। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় চিটাগাং মেট্রোপলিটন হাসপাতালে। তিনটি সেলাই দিতে হয়েছে আহত স্থানে। ফলে আজকের ম্যাচ না খেলার সম্ভাবনাই বেশি মাহেলার। লঙ্কান অধিনায়ক দিনেশ চন্ডিমলকে দলের অন্যতম ব্যাটিং স্তম্ভকে ছাড়াই নামতে হচ্ছে মাঠে। দলের অন্যতম সেরা বাটসম্যান না খেললেও সিরিজে কোনো এঙ্পেরিমেন্ট করতে রাজি নন লঙ্কান অধিনায়ক। কেননা সিরিজটিকে আসন্ন টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই নিয়েছেন তিনি। এছাড়া সিরিজ জিতে প্রস্তুতিটা সেরে নিতে চান চন্ডিমল।

গত বছর বাংলাদেশের বিপক্ষেই টি-২০ ম্যাচে অধিনায়ক হিসেবে অভিষেক চন্ডিমলের। এরপর পাকিস্তানের বিপক্ষেও নেতৃত্ব দিয়েছেন তিনি। যদিও কুমার সাঙ্গাকারা, জয়বর্ধনে, তিলকারত্নে দিলশানদের মতো অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন দলে। আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের অভিষেক টি-২০ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে জায়গা করে নিবেন ইতিহাসের পাতায়। সিরিজটিকে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই নিয়েছেন চন্ডিমল, 'বিশ্বকাপের আগে দুই দলের জন্যই এটা ভালো সুযোগ। বিশ্বকাপের আগে দুটি ম্যাচ, যা আমাদের উপকারেই আসবে। বিশ্বকাপের ভেন্যুতে খেলব, এটা অবশ্যই বাড়তি প্রাপ্তি।' নতুন সিরিজ। তারপরও কোনো এঙ্পেরিমেন্ট করতে রাজি নন লঙ্কান অধিনায়ক, 'সিরিজে মাত্র দুটি ম্যাচ। তাই এঙ্পেরিমেন্ট করার কোনো বাড়তি সময় নেই আমাদের। মাঠে আমরা আমাদের সেরাটাই খেলতে চাই।' দলে বেশ কয়েকজন নতুন ক্রিকেটার রয়েছেন। রয়েছেন সাবেক তিন অধিনায়ক। সিনিয়র ক্রিকেটাররা থাকার পরও অধিনায়কত্বের দায়িত্বটাকে এনজয় করছেন, 'আমাদের দল যথেষ্ট অভিজ্ঞ। দলে তিনজন সাবেক অধিনায়ক রয়েছেন। তারা থাকার পরও অধিনায়ক হিসেবে আমি এনজয় করছি।'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.