রাজশাহীর চারঘাট, বাঘা, পুঠিয়া ও দুর্গাপুর উপজেলায় আজ বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য চারঘাট উপজেলা সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ চাঁদকে জেলহাজতে পাঠানোর প্রতিবাদে রাজশাহী জেলা বিএনপি এই হরতাল আহ্বান করেছে।
গতকাল মঙ্গলবার রাত ৮টায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল মনির এ তথ্য নিশ্চিত করেছেন।
মনির জানান, বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহীর চারঘাট, বাঘা, পুঠিয়া ও দুর্গাপুর উপজেলায় সর্বাত্মক হরতাল পালন করা হবে। রাজশাহীর নয়টি উপজেলার মধ্যে শুধু চারটি উপজেলায় হরতাল আহ্বান করা হয়েছে। জেলা বিএনপি সভায় হরতালের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এরআগে চারঘাট উপজেলা বিএনপির পক্ষ থেকে শুধু চারঘাট উপজেলায় বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়।
অ্যাডভোকেট কামরুল মনির জানান, গত ৫ জানুয়ারি নির্বাচনের রাতে চারঘাটের একটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার আসামি আবু সাঈদ চাঁদ। এ মামলায় মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আবু সাঈদ চাদ জামিন নিতে গেলে রাজশাহী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক সানাউল্লাহ জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।