আমাদের কথা খুঁজে নিন

   

বিদ্যুৎ, গ্যাস তেলের দাম বৃদ্ধির পায়তারার বিরুদ্ধে বাম মোর্চার কর্মসূচিঃ প্রতিবাদ করায় লাঠিপেটা টিয়ারগ্যাস

আমাদের একটা মানুষের সমাজ লাগবে বর্তমান ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকার আবারো প্রায় ৯ ভাগ বিদ্যুতের দাম বৃদ্ধির উদ্যোগ নিয়েছে, এটা নিঃসন্দেহে বলা যায় যে এই দাম বৃদ্ধি বাংলাদেশের অধিকাংশ মানুষের জীবনব্যায় বাড়িয়ে দেবে বহুগুনে। তবে এ বিষয়ে বাংলাদেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন পুষ্ট ! আওয়ামীলীগ সরকারের কোন ভ্রক্ষেপ নাই। আই.এম.এফ বিশ্বব্যাংকের পরামর্শ অনুযায়ী এই বৃদ্ধি করতে যাচ্ছে সরকার। খোদ আর.ই.বি এই বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়েছে গণশুনানীতে;তারা হিসেব করে দেখিয়েছেন কৃষককে, গ্রামাঞ্চলের মানুষকে ভর্তুকির বিদ্যুৎ দেয়া হয় সামান্যই বড় অংশটাই ব্যাবহৃত হয় শহরাঞ্চলে বিশেষ ভাবে বড় কোম্পানিতে। বিপুল শ্রম শোষনকারী প্রতিষ্ঠান বিজিএমইএ আর বিকিএমইএ তারাও বলছেন বিদুৎ এর দাম বাড়ালে তাদের শ্রমবাজারে টিকে থাকা কঠিন হয়ে পড়বে, হয়তো তারা এই ক্ষতি মেটাতে আরো শ্রমশোষন এর দিকে এগোবে।

আরইবি এর রিপোর্টে প্রকাশ বিইআরসি এখনো যে টাকা বিভিন্ন সরকারী বেসরকারি প্রতিষ্ঠানের কাছে পায় সেটা আদায়ের উদ্যোগ নেই বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন( বি.ই.আর.সি) এর। জণগণের ঘাড়ে আবারো স্পষ্ট বোঝা চাপানোর উদ্যোগের নিন্দা প্রতিবাদ এমনকি জ্বালানি মন্ত্রনালয় ঘেরাও কর্মসূচি দেয় গণতান্ত্রিক বাম মোর্চা। গণতান্ত্রিক বাম মোর্চার এই কর্মসূচিতে পুলিশ ১০ থেকে ১৫ টি টিয়ারশেল নিক্ষেপ করে, লাঠিপেটা এমনকি শটগান দিয়ে গুলে ছুড়ে আহত করে কয়েকজন প্রতিবাদকারীকে। এটা কোন দেশ? সত্য কথা বললে শটগানের গুলি আর লু্ন্ঠন দুর্নীতীতে চ্যাম্পিয়ন হয়ে মন্ত্রীসভা থেকে বাদ পড়ার পরও কেউ হন বড় দেশপ্রেমিক। জিনিসপত্রের দাম আরো বাড়বে, বাংলাদেশের সর্বস্তরের মানুষকে আজকে ওই মিছিলে যোগ দিতে হবে নইলে আমরা এদেশে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.