১-১ গোলের এই ড্রয়ে এখনও শীর্ষস্থান হাতছাড়া হয়নি ৫৭ পয়েন্ট পাওয়া চেলসির। তবে বুধবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজের দলটিকে ছাড়িয়ে যাবার সুযোগ পাচ্ছে আর্সেনাল (৫৫) ও ম্যানচেস্টার সিটি (৫৪)।
প্রথমার্ধের ইনজুরি সময়ে ডিফেন্ডার ব্রানিস্লাভ ইভানোভিচের গোলে এগিয়ে গিয়েছিল চেলসি। কিন্তু ম্যাচের নির্ধারিত সময়ের তিন মিনিট আগে ভিক্টর আনিচেবের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।
মঙ্গলবার রাতে অন্য ম্যাচে সাউথ্যাম্পটন ১-০ গোলে হারিয়েছে হাল সিটিকে। ওয়েস্ট হ্যাম ২-০ গোলে নরউইচ সিটিকে হারিয়েছে।
কার্ডিফ সিটি ও অ্যাস্টন ভিলার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।