আমাদের কথা খুঁজে নিন

   

শিরোপা নির্ধারণ শেষ রাউন্ডে

শিরোপা উৎসবের আগাম প্রস্তুতি নিয়েই মাঠে এসেছিল গাজী ট্যাংক ক্রিকেটার্সের ক্রিকেটার ও কর্মকর্তারা। কিন্তু সে আশায় জল ঢেলে দিয়েছে মোহামেডান ও প্রাইম দোলেশ্বর। ওয়ালটন প্রিমিয়ার ক্রিকেট লিগে গাজীকে এক রাউন্ড হাতে রেখে শিরোপা জিততে হলে মোহামেডানকে শুধু হারালেই হতো না, সে সঙ্গে হারতে হতো দোলেশ্বরকেও। গতকাল কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে দোলেশ্বর ১৫ রানে জিতে যাওয়ায় অপেক্ষায় থাকতে হচ্ছে গাজীকে। মোহামেডানের বিপক্ষে ৫৪ রানে হেরেছে গাজীও।

ফলে ১৪ রাউন্ড শেষে প্রাইম দোলেশ্বর ও গাজী ট্যাংকের পয়েন্ট সমান ২০। পয়েন্ট সমান হওয়ায় প্রিমিয়ার ক্রিকেটের শিরোপা নির্ধারণের জন্য এখন অপেক্ষা করতে হবে বুধবারের শেষ রাউন্ড পর্যন্ত। শেষ রাউন্ডে মুখোমুখি হবে দুই দল। ওই ম্যাচের জয়ী দল চ্যাম্পিয়ন হবে। গতকাল ওয়ালটন প্রিমিয়ার ক্রিকেটের অন্য খেলায় ২ উইকেটে জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের শেখ জামাল ও প্রাইম ব্যাংকের খেলার আলাদা কোনো গুরুত্ব ছিল না। এই ম্যাচের হারজিত কোনো প্রভাবই ফেলবে না শিরোপা নির্ধারণে। গুরুত্বপূর্ণ ছিল বিকেএসপি-২ নম্বর মাঠে গাজী ও মোহামেডান এবং ফতুল্লায় দোলেশ্বর ও কলাবাগান ক্রিকেট একাডেমির ম্যাচ। যদি গাজী জিতে যেত মোহামেডানের বিপক্ষে এবং দোলেশ্বর হেরে যেত, তাহলে শেষ রাউন্ড হতো আনুষ্ঠানিকতার। কিন্তু সুপার সিঙ্রে চতুর্থ রাউন্ডে এসে চমক দেখিয়েছে মোহামেডান।

পয়েন্ট তালিকার শীর্ষে থাকা গাজীকে হারিয়েছে ৫৪ রানে। প্রথমে ব্যাট করে মোহামেডান ৫০ ওভারে ৬ উইকেটে ২৬৮ রান করে। হাফ সেঞ্চুরি করেন দলের দুই বিদেশি তারকা উপল থারাঙ্গা ও সামিত প্যাটেল। থারাঙ্গা ৬২ রান করেন ৯০ বলে এবং ইংলিশ ক্রিকেটার প্যাটেল করেন ৭৬ রান ৮৪ বলে। এই দুই বিদেশি তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ১০৯ রান।

শেষ দিকে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ১৫ বলে ঝড়ো গতিতে ৩৭ রান করেন। ২৬৯ রানের টার্গেটে খেলতে নেমে গাজী ৭ রানে হারিয়ে বসে ৩ উইকেট। সেই ধাক্কা সামলে নিতে অধিনায়ক মাহমুদল্লাহ রিয়াদ খেলেন ১০৬ রানের ইনিংস। দলীয় ৪১ নম্বর ওভারের প্রথম বলে সামিত সাজঘরে ফেরান রিয়াদকে। এরপরই শেষ হয়ে যায় গাজীর সব প্রতিরোধ।

৪২ ওভারে গুটিয়ে যায় ২১৪ রানে। ১৪ ম্যাচে গাজীর পয়েন্ট ২০ ও মোহামেডানের ১৮।

ফতুল্লায় প্রথমে ব্যাট করে ইংলিশ ব্যাটসম্যান ডেভিড মালানের ১২৩ রানে ভর করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৭ রান করে দোলেশ্বর। মালান ইনিংসটি খেলেন ১২০ বলে। ২৮৮ রানের টার্গেটে খেলতে নেমে কলাবাগান ক্রিকেট একাডেমির ইনিংস থেমে যায় ২৭২ রানে।

ফলে ১৫ রানে জিতে যায় দোলেশ্বর। কলাবাগানের পক্ষে জিম্বাবুয়ের হামিল্টন মাসাকাদজা ৬৯, মার্শাল আইয়ুুব ৬৭ ও অধিনায়ক শরীফুল্লাহ করেন ৭০ রান।

মিরপুরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৫৬ রান করে প্রাইম ব্যাংক। দলের পক্ষে সর্বোচ্চ ৮৯ রান করেন তাইবুর রহমান পারভেজ। এছাড়া ইংলিশ ক্রিকেটার রবি বোপারা করেন ৬১ রান।

২৫৭ রানের টার্গেটে খেলতে নেমে ৩ বল হাতে রেখে জয় তুলে নেয় শেখ জামাল। জামালকে নবম জয় পেতে সামনে থেকে নেতৃত্ব দেন মুশফিকুর রহিম ৮২ রানের ইনিংস খেলে।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.