ক্রিকেটের এমন কোনো ট্রফি নেই, যা জিতেনি অস্ট্রেলিয়া। একটু অন্যভাবে বলা যায় তাদের শো কেসে থরে থরে সাজানো রয়েছে বিশ্বের প্রায় সবগুলো ট্রফি। শুধু একটি ট্রফি নেই। ২০০৭ সাল থেকে শুরু হওয়া টি-২০ বিশ্বকাপের ট্রফি। এবার সেটা জিততে চান অস্ট্রেলিয়ার শর্টার ভার্সানের অধিনায়ক জর্জ বেইলি।
এবার অস্ট্রেলিয়ার শো কেসে জমা করতে চান এই ট্রফিটি। কাল রূপসী বাংলা হোটেলে সংবাদ সন্মেলনে ট্রফি জয়ই একমাত্র টার্গেট, বলেন অসি অধিনায়ক বেইলি।
বিশ্বকাপ ট্রফি জিতেছে চারবার। রয়েছে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিও। এছাড়া আরও জানা-না জানা ট্রফিও জিতেছে স্যার ডন ব্রাডম্যানের দেশটি।
এবার ঢাকায় এসেছে টি-২০ বিশ্বকাপের পঞ্চম সংস্করণে অংশ নিতে। দলটি অনেক বেশি শক্তিশালী। গ্রুপে রয়েছে তিন আসরের চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। তাই গ্রুপটিকে বলা হচ্ছে 'ডেথ গ্রুপ'। তিন বিশ্ব চ্যাম্পিয়ন থাকার পরও এবারের আসরের অন্যতম ফেবারিট অস্ট্রেলিয়া।
সেমিফাইনাল খেলতে হলে দলটিকে টপকাতে হবে তিন বিশ্ব চ্যাম্পিয়নের ব্যারিয়ার। এ নিয়ে মোটেই চিন্তিত নন বেইলি, 'কোনো সন্দেহ নেই আমাদের গ্রুপটি অনেক বেশি শক্তিশালী। আমাদের ভালো ব্যাটসম্যান ও বোলার রয়েছে। আমি মনে করি সেরাটা খেলতে পারলে যে কোনো দলের বিপক্ষে জেতা সম্ভব। '
টেস্ট কিংবা ওয়ানডে ক্রিকেটে যতটা শক্তিশালী প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ঠিক ততটা নয় টি-২০ ম্যাচে।
এছাড়া টি-২০ বিশ্বকাপের পারফরম্যান্সও খুব আহামরি নয় দলটির। এখন অসাধারণ ভালো ক্রিকেট খেলছে দলটি। তাই আসরের অন্যতম ফেবারিট। স্বাভাবিকভাবেই দলটির উপর বাড়তি চাপ থাকবে। কিন্তু অধিনায়ক বেইলি চাপ নিতে রাজি নন।
বরং শিরোপা জেতাটাকেই মূল লক্ষ্য বলছেন, 'টি-২০ বিশ্বকাপের শিরোপা জেতা হয়নি আমাদের। আসরে যদি আমরা সেরাটা খেলতে পারি, তাহলে বিশ্বকাপ আমরাই জিতব। '
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।