আমাদের কথা খুঁজে নিন

   

চেলসির প্রিমিয়ার লীগ শিরোপা জয়.... ওয়ে ওয়ে

শিক্ষিত মূর্খ। আকিবুকি। গননা করবার শখ আর জাগেনা আগের মত। মাথাটাকে না খাটাতে খাটাতে তেলের ড্রাম হয়ে যাচ্ছে।

যারা খেলা দেখসেন তাদের কিছুই বলার নাই।

চেলসি ম্যান ইউয়ের চেয়ে মাত্র এক পয়েন্ট আগায় ছিল। আজকের লাস্ট ম্যাচ নিয়া তাই টান টান উত্তেজনা। হুহ...... কিয়ের কি। উইগানকে ৮-০ এ উড়ায় দিয়া চেলসি ইংলিশ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ান। ইটস অল এবাউট চেলসি।

প্রথমবারের মত ইপিএল এ ১০০ এর বেশী গোল দিয়া রেকর্ড গড়ল চেলসি। আর আগে ১০০ গোল কেউ করবার পারেনাই আর সবচেয়ে বেশী গোল কার এবার??? আবার জিগায়। বসের। প্রিমিয়ার লীগ কাপটা এখন সিম্পলি আমাগো চেলসি ফ্যানদের বড়ই আনন্দের দিন। ইচ্ছা করতাসে খাট পালং সব নীল দিয়া সাজাই।

বন্ধুর ফেসবুক স্ট্যাটাস কপি মারলাম Blue is the colour, football is the game We're all together, and winning is our aim So cheer us on through the sun and rain 'cause Chelsea, Chelsea is our name মুহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা। আর বেশী কিছহু কইলাম না। মানুভাইরা কান্দি দিব। গানার্স্রাতো আগেই কান্দি দিসে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.