শাহাদাত ইমরান
"আমাকে পথেঘাটে অনেকে জিজ্ঞেস করে যে, খালাম্মা আপনাকে অনেক চেনা চেনা লাগে। উত্তরে আমি বলি যে, আমি মডেলিং করি। সন্তান হারা মায়ের আহাজারি করার মডেল আমি। "নিহত সাংবাদিক সাগর সরোয়ার এর মা এভাবেই কান্নায় ভেঙ্গে পড়েন স্মরণ সভায়। দুই দুইটি বছর চলে গেল সাজা তো দূরে থাক আলামতেরই কোন কুল কিনারা করতে পারেনি আইন সংস্থা।
পুলিশ/ডিবি/র্যাব না হয় পারলই না নিহত সাংবাদিক সাগর-রুনি হত্যাকান্ডের কোন ক্লু বের করতে । কিন্তু রাজনীতি,অর্থনীতি,আন্তর্জাতিক ,পরিবেশ,দশদিগন্ত ইত্যাদি ইত্যাদির বাইরেও যে ক্রাইম রিপোরটিং নামে একটা কিছু আছে নির্ভীক,আকুতভয় এবং প্রতিশ্রুতিশীল সাংবাদিক মহলের সেটা ভুলে গেলে চলবে?
সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী এবং সাংবাদিক রুহুল আমিন গাজী ইন রিডিং ,যদি পারেন প্লিজ,আপনাদের ক্রাইম রিপোর্টার সহকর্মীদের এসাইনমেন্ট দিয়ে দিন। এ হত্যাকাণ্ডের জট খুলুক। আমার বিশ্বাস তাঁরা পারবে। নইলে "মেঘ" প্রজন্ম আমাদের খুনে হিসেবে চিনবে।
নিহত সাংবাদিক দম্পতি সাগর -রুনি হত্যাকাণ্ডের দৃশটান্তমুলক শাস্তি চাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।