দীর্ঘদিন ধরে নতুন কোনো গান বাজারে আসছে না জনপ্রিয় কণ্ঠশিল্পী আইয়ুব বাচ্চুর; কিন্তু বিভিন্ন টিভি চ্যানেল ও স্টেজ শোগুলোতে ছিলেন সেই আগের মতোই। তবে ভক্তদের জন্য নতুন খবর হচ্ছে_ নিজের নতুন পাঁচটি গান ডিজিটালি প্রকাশ করতে যাচ্ছেন এলআরবির এই ভোকাল ও গিটারিস্ট। তিনি জানান, দিন দশেকের মধ্যেই একটি মুঠোফোন অপারটরের মাধ্যমে তার এই গানগুলো শুনতে পাবেন শ্রোতারা। তবে কোনো মুঠোফোনে তা এখনই বলতে চান না তিনি। গানগুলোর শিরোনাম 'আল্লায় জানে,' 'কিছু মুহূর্ত', 'নাগরিক সকাল', 'জলের কি দোষ' ও 'বাসি খবর'।
সব গানেরই সুর ও সংগীত আইয়ুব বাচ্চু নিজেই। একটি গানের কথাও লিখেছেন তিনি। দুটি করে গানের কথা লিখেছেন নিয়াজ আহমেদ অংশু ও রবিউল ইসলাম জীবন।
এখন চলছে গানগুলো প্রকাশের শেষ মুহূর্তের প্রস্তুতি। আইয়ুব বাচ্চু বলেন, অন্তরের ভেতর থেকে এই গানগুলো করেছি।
প্রতিটি গানেই প্রাণের ছোঁয়া আছে। কাজটি করতে গিয়ে অনেক আনন্দের অনুভূতি হয়েছে! মিঙ্ড, মাস্টার করার পর মনে হয়েছে গানগুলো ভালো একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। বাকিটা শ্রোতারা শোনার পরই বলবেন।
এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে নিজের একক অ্যালবামের গান প্রকাশ করছেন এবি। এ প্রসঙ্গে তিনি বলেন, সিডিতে গান শোনার চল অনেকটা উঠেই গেছে বলা চলে।
সবাই মোবাইলে গান শুনতে অভ্যস্ত হয়ে গেছে। সে দিকটার কথা মাথায় রেখেই এই পদ্ধতি বেছে নিয়েছি। আমার মনে হয়, এটাই শ্রোতারা বেশি এনজয় করবেন।
শ্রোতারা আগ্রহ দেখালে মাস ছয়েক পর সিডি আকারে গানগুলো প্রকাশ করব। তখন সঙ্গে নতুন আরও পাঁচটি গান যোগ করে অ্যালবামটি সাজাব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।