অনেক দিন ধরে নতুন কোনো গান নেই আইয়ুব বাচ্চুর। এবার গ্রামীণফোনে নিজের নতুন পাঁচটি গান প্রকাশ করেছেন এলআরবির এই ভোকাল ও গিটারিস্ট। গানগুলোর শিরোনাম 'আল্লায় জানে', 'কিছু মুহূর্ত', 'নাগরিক সকাল', 'আমি ও শহর' এবং 'বাসি খবর'। সবগুলো গানেরই সুর ও সংগীত আইয়ুব বাচ্চু নিজেই। দুটি গানের কথাও লিখেছেন তিনি।
একটি লিখেছেন নিয়াজ আহমেদ অংশু, বাকি দুটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। ২০ ফেব্রুয়ারি দুপুরে হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গানগুলোর ঘোষণা দেওয়া হয়। এ সময় আইয়ুব বাচ্চু ছাড়াও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের ভ্যাস অ্যান্ড ডিজিটাল সার্ভিসের প্রধান এ এস এম রফিকুল্লাহ এবং করপোরেট কমিউনিকেশন প্রধান তাহমিদ আজিজুল হক।
আইয়ুব বাচ্চু বলেন, 'অন্তরের ভেতর থেকে এই গানগুলো করেছি। প্রতিটি গানেই প্রাণের ছোঁয়া আছে।
কাজটি করতে গিয়ে অনেক আনন্দের অনুভূতি হয়েছে! বাকিটা শ্রোতারা শোনার পরই বলবেন। '
ডিজিটাল পদ্ধতিতে গানগুলো প্রকাশ প্রসঙ্গে তিনি বলেন, 'সিডিতে গান শোনার চল অনেকটা উঠে গেছে বললেই হয়। সবাই মোবাইলে গান শুনতে অভ্যস্ত হয়ে গেছে। সেই দিকটার কথা মাথায় রেখেই এই পদ্ধতি বেছে নিয়েছি। আমার মনে হয় এটাই শ্রোতারা বেশি এনজয় করবেন।
'
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।