আমাদের কথা খুঁজে নিন

   

পঞ্চম শ্রেণীর পড়াশোনা : বিজ্ঞান

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নিও। বন্ধুরা তোমরা যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী তাদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, তাই বছরের শুরু থেকেই ভালোভাবে প্রতিটি অধ্যায়ের পর্ব গভীর মনোযোগের সঙ্গে অধ্যয়ন করতে হবে এবং মেইন বইয়ের অধ্যায়গুলো বেশি রিভিশন দিতে হবে। মনে রেখ, মেইন বই ব্যতীত কোনো প্রশ্নই পরীক্ষায় আসবে না। তাই মেইন বই পাঠই বেশি অনুশীলন করা প্রয়োজন। এবার প্রাথমিক বিজ্ঞান বইয়ের মানবণ্টন দেওয়া হলো।

প্রাথমিক বিজ্ঞান : পূর্ণমান ১০০

১. সঠিক উত্তরে টিক (্র) চিহ্ন দাও (৪০টি) ১ূ৪০=৪০

(যোগ্যতাভিত্তিক প্রশ্ন থাকবে ১৫টি)

২.শূন্যস্থান পূরণ কর ১০টি।১ূ১০=১০

৩.সংক্ষিপ্ত প্রশ্নোত্তর লিখ ১০টি।১ূ১০=১০

৪.কাঠামোবদ্ধ প্রশ্ন। যে কোনো ৮টি৫ূ৮=৪০

(১০টি থেকে)।

সর্বমোট=১০০

উল্লেখ্য,১০টি প্রশ্নের ২টি যোগ্যতাভিত্তিক যা আবশ্যক।

প্রাথমিক বিজ্ঞান

আজ প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো।

১. পরিবেশের কোন কোন উপাদানের সাথে জীবের সম্পর্ক রয়েছে?

উত্তর : আলো, বাতাস, তাপ, মাটি, আদর্্রতাসহ সমস্ত উপাদানের সাথে।

২. পরিবেশের জড় উপাদান কী কী?

উত্তর : পাহাড়, জঙ্গল, পুকুর, নদী, সমুদ্র, গ্রাম, শহর।

৩.ক্লোরোফিল কী?

উত্তর : উদ্ভিদের পাতায় বিদ্যমান সবুজ কণিকা

৪.উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে?

উত্তর : সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়।

৫.খাদ্য তৈরিতে উদ্ভিদ কোন গ্যাস গ্রহণ করে?

উত্তর : কার্বন ডাই অঙ্াইড।

৬. কিসের মাধ্যমে উদ্ভিদে পরাগায়ন ঘটে?

উত্তর : কীটপতঙ্গ, পাখি।

৭. শক্তির প্রধান উৎস কী?

উত্তর : শক্তির প্রধান উৎস সূর্য।

৮. বড় প্রাণী খাদ্য হিসেবে কি গ্রহণ করে?

উত্তর : বড় প্রাণী ছোট প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে।

শূন্যস্থান

১. প্রাণী তার খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল

২. উদ্ভিদ খাদ্য তৈরির সময় বায়ুতে অঙ্েিজন ছাড়ে

৩. সব প্রাণী মলমূত্র ত্যাগ করে।

৪. সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে।

৫. সকল প্রাণীর বেঁচে থাকার জন্য শক্তি প্রয়োজন।

৬. উদ্ভিদের পাতায় সবুজ কণিকা রয়েছে।

৭. প্রাণীর নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না।

৮. প্রাণী শ্বাসকার্যে অঙ্েিজন গ্রহণ করে।

৯. অনেক উদ্ভিদের আবাসস্থল বিভিন্ন প্রাণী এবং কীটপতঙ্গ।

১০. বায়ু ও পানি ছাড়া কোন উদ্ভিদ ও প্রাণী বাঁচতে পারে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.