মুম্বাইয়ে নারী ফটোসাংবাদিককে গণধর্ষণের ঘটনায় যখন ভারতজুড়ে নিন্দার ঝড় বইছে তখন দেশটির মধ্য পূর্বাঞ্চলীয় প্রদেশ ঝাড়খন্ড থেকে এক নারী পুলিশ সদস্যকে গণধর্ষণের খবর এলো। বৃহস্পতিবার মাওবাদীদের হামলায় নিহত হন পুলিশে কর্মরত ওই নারীর দেবর। তিন আত্দীয়কে সঙ্গে নিয়ে নিহত দেবরের লাশ নিয়ে ফেরার পথে গণধর্ষণের শিকার হন তিনি। আত্দীয়দের ভাষ্যমতে, ডাকাত দলের সন্দেহভাজন সদস্যরা মরদেহবাহী গাড়িটি থামিয়ে ভাঙচুর ও গালিগালাজ করতে থাকে। তারপর ওই নারীকে ধরে নিয়ে গণধর্ষণ করে। জানা যায়, ঝাড়খন্ডের রাজধানী রাঁচি থেকে ১০৮ কিলোমিটার দূরে লাতেহার জেলার প্রশাসনিক দফতর থেকে মাত্র ৫ থেকে ৭ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। নারীদের চলাফেরার জন্য ক্রমেই হুমকি হয়ে ওঠা ভারতের এ অধঃপতনের জন্য প্রশাসনিক দুর্বলতাকে দুষছেন দেশটির রাজনীতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
বছর কয়েক আগে মাওবাদী গেরিলাদের হামলায় স্বামী নিহত হওয়ার পর এ নারীকে পুলিশ বাহিনীতে চাকরি দিয়েছিল ঝাড়খন্ডের রাজ্য সরকার। এনডিটিভি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।