যশোর সদর উপজেলা নিয়ে গঠিত যশোর-৩ আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে কাজী নাবিল আহমেদের নাম ঘোষণার পরপরই তার প্রতিপক্ষ আওয়ামী লীগের নেতা-কর্মীরা পুরো যশোর শহরজুড়ে তাণ্ডব চালিয়েছে। সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের কর্মী-সমর্থকরা নাবিলের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে আগুন ধরিয়ে দেয়। কয়েকটি যানবাহনে আগুন দেওয়ার পাশাপাশি ভাঙচুর করে। পুরাতন কসবা এলাকায় নাবিলের বাড়ির কাছে কয়েকটি বোমা ফাটানো হয়। পুলিশের উপস্থিতির কারণে তার বাড়িতে প্রতিপক্ষরা হামলা চালাতে পারেনি। এ ঘটনায় যশোর-খুলনা, যশোর-ঢাকা, যশোর-মাগুরা সড়কে এ রিপোর্ট লেখা পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। শহরের দড়াটানা, বাবলাতলা, পালবাড়ি, চিত্রামোড়, মনিহার, মুড়লী মোড়সহ আরও কিছু এলাকার মোড়ে মোড়ে টায়ার ও রাস্তার পাশের দোকানের কাঠের বেঞ্চ, চেয়ার, টেবিলে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করে রাখা হয়েছে। শহরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের সমর্থক আনোয়ার হোসেন বিপুল বলেছেন, 'আমরা এই মনোনয়ন মানি না, এই মনোনয়ন প্রত্যাহার করতে হবে।' সহকারী পুলিশ সুপার (সদর) রেশমা শারমিন বলেছেন, আমরা সতর্ক আছি। শহরে পুলিশ টহল জোরদার করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।