প্রতিবেশীর প্রতি সদাচরণের শিক্ষা দিয়েছে ইসলাম। প্রতিবেশী তা সে মুসলিম হোক আর অমুসলিম হোক একজন মুসলমান তার সঙ্গে অসদাচরণ করতে পারে না। মহান আল্লাহ পবিত্র কোরআনের সূরা নিসার ৩৬ নম্বর আয়াতে ইরশাদ করেছেন- নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী এবং সঙ্গী-সাথীদের সঙ্গে সদ্ব্যবহার করবে। প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ককে ইসলামে ইমানের সঙ্গে সম্পর্কযুক্ত করা হয়েছে। এ সম্পর্কে রাহমাতুলি্লল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন্নাবিয়্যিন, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিসে বিষয়টি স্পষ্ট করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 'আল্লাহর কসম সেই ব্যক্তি ইমানদার নয়, আল্লাহর কসম সেই ব্যক্তি ইমানদার নয়, আল্লাহর কসম সেই ব্যক্তি ইমানদার নয়'। প্রশ্ন করা হলো- হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে সেই ব্যক্তি? জবাবে তিনি বললেন, যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ থাকতে পারে না। (মিশকাত)
উপরোক্ত হাদিসে স্পষ্ট করা হয়েছে নিজেকে ইমানদার বলে প্রমাণিত করতে হলে প্রতিবেশীর অনিষ্ট থেকে দূরে থাকতে হবে। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ইমান রাখে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। (মিশকাত)
প্রতিবেশীর হককে ইসলাম কতটা গুরুত্ব দিয়েছে তার প্রমাণ আরেকটি হাদিসে স্পষ্ট করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ইমানদার নয়, যে তৃপ্তিসহকারে খাবার খায় অথচ তার প্রতিবেশী তার পাশে অভুক্ত অবস্থায় পড়ে থাকে।
প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক সামাজিক ঐক্যের সহায়ক। পারস্পরিক সুসম্পর্কের বন্ধন গড়ে ওঠে প্রতিবেশীর সঙ্গে সদাচরণের মাধ্যমে। মানুষমাত্রই সামাজিক জীব। সব কিছু বদল করা গেলেও প্রতিবেশী কখনো বদল করা যায় না। যে কারণে প্রতিবেশীকে আস্থায় রাখা এবং তার প্রতি সহমর্মী ভূমিকা পালনকে ইসলামে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আরেকটি কারণে প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক জরুরি। বিপদে-আপদে প্রতিবেশীরা প্রথমে এগিয়ে আসে। তাদের সঙ্গে সুসম্পর্ক থাকলে বিপদ মোকাবিলায় কাজে লাগে। আল্লাহ আমাদের প্রতিবেশীর হক পালনের তৌফিক দান করুন।
লেখক : খতিব, আল আমিন জামে মসজিদ, খুলনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।