পশ্চিমা দেশগুলোর অভিযান জোরদারের প্রস্তুতিতে উদ্বেগ আর উৎকণ্ঠা দেখা দিয়েছে সিরিয়াবাসীর মধ্যে। সম্ভাব্য হামলার আগে আত্দরক্ষামূলক প্রস্তুতি নিতে ছুটে বেড়াচ্ছেন সেখানকার বাসিন্দারা। হামলা শুরু হলে খাবারের সঙকট দেখা দিতে পারে_ এ আশঙ্কায় রুটি, শুকনো খাবার ও ফলমূল কিনে রাখছেন অনেকে। পানিও কিনে রাখছেন অনেকে। যুদ্ধের আশঙ্কার ছাপ এখন দামেস্কের সর্বত্র। দামেস্ক ও এর আশপাশ শহরের ব্যাংকগুলোতেও মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেকেই এ টি এম বুথ থেকে টাকা তোলার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন। এদিকে গৃহযুদ্ধের শুরু থেকেই পাশর্্ববর্তী তুরস্কে আশ্রয় নিতে শুরু করেছেন সিরীয়রা। যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা দেখা দেওয়ায় লেবাননেও পাড়ি দিচ্ছেন শরণার্থীরা। লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ছয় হাজার শরণার্থী লেবাননের সীমানা অতিক্রম করেছেন। এ ছাড়া অপেক্ষা করছেন আরও অনেক শরণার্থী। আর রাতারাতি এত শরণার্থী বেড়ে যাওয়ায় হিমশিম খাচ্ছে লেবানিজ কর্তৃপক্ষ। টাইমস অব ইন্ডিয়া, বিবিসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।