বিএনপি উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে বলেই সরকার বেসামাল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বের চন্দ্র রায়।
তিনি আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে স্বদেশ জাগরণ পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন।
গয়েশ্বের চন্দ্র রায় বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের মতো এ নির্বাচনেও ৯৯ ভাগ উপজেলা নিজেদের দখলে নেয়ার পাঁয়তারা করছে। এজন্যই নির্বাচনের আগে পতাকাবাহী গাড়ি নিয়ে চলাচল করে সরকার দলের নেতারা আচরণবিধি লঙ্ঘল করে চলেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কামরুজ্জামান সেলিম। বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুস সালাম আযাদ, বিএনপি নির্বাহী কমিটির সদস্য হেলেন জেরিন খান প্রমূখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।