আমাদের কথা খুঁজে নিন

   

সরকার মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করছে: ছাত্র ঐক্য



সরকার মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করছে বলে মন্তব্য করেছেন সা¤্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের নেতাকর্মীরা। তারা বলেছেন, এই সরকার পাশ্ববর্তী দেশ ভারতকে ট্রানজিটের নামে করিডোর দিয়ে দিচ্ছে। তারা আমাদের দেশকে দিল্লি সরকারের কাছে বিক্রয় করে দেয়ার পাঁয়তারা চালাচ্ছে।

শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘স্বৈরাচার বিরোধী দিবস’ উপলক্ষে আয়োজিত এক ছাত্র সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

তারা বলেছেন, বর্তমান ক্ষমতাসীন শেখ হাসিনার সরকার স্বৈরাচারী শাসক এরশাদকে কোলে বসিয়ে রেখেছে। সরকার একদিকে গণতন্ত্রের কথা বলে অন্যদিকে তারাই আবার স্বৈরাচারী খুনি শাসককে বিশেষদূত বানিয়ে রেখেছে।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সামিউল আলম রিচি, ছাত্র গণমঞ্চের আহ্বায়ক শান্তনু সুমন, পাহাড়ি ছাত্র পরিষদের ঢাকা মহানগরী সভাপতি বিনয়ন চাকমা, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতা বিপ্লব ভট্টাচার্য ও ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদক মিনহাজ আহমেদ প্রমুখ।

http://www.sheershanews.com/2014/02/14/25904
এখন শুধু সাধারন মানুষের বোধদয় হলেই হয়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.