আমাদের কথা খুঁজে নিন

   

জেগে উঠল মাউন্ট কেলুড

গভীর রাতে সবাই যখন ঘুমে, তখনই ফুঁসে উঠল মাউন্ট কেলুড ৷ আগ্নেয়গিরি জেগে ওঠায় তীব্র ভূমিকম্পের ফলে ছিটকে আসা পাথর আছড়ে পড়ে ঘরের উপর৷ দুই বৃদ্ধ-বৃদ্ধা পালানোর ন্যূনতম সুযোগটুকু পাননি৷ ঠেকানো যায়নি এ দু'জনের মৃত্যু৷ 

বৃহস্পতিবার মাঝরাত থেকে লাভা আর ছাই উগরে দিতে শুরু করে কেলুট৷ শূন্যে প্রায় ১৭ কিলোমিটার পর্যন্ত উঠে যায় ছাই আর ধোঁয়ার কুণ্ডলী৷ ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে ১৪০ কিমি দূরে কেলুটের তাণ্ডবে যোগজাকার্তা ও সোলো শহরের বিমানবন্দর বন্ধ হয়ে গিয়েছে৷ সুরাবায়ার বিমানবন্দর তো বন্ধই, হাওয়ায় ভেসে আসা ছাইয়ে নাজেহাল গোটা শহর৷ কেলুটের পশ্চিমে অবস্থিত যোগজাকার্তা, জাভা, সিলাক্যাপ, মেগাল্যাংয়ের মতো শহরের আকাশেও ছাইয়ের দাপট৷

রাত থেকেই আগ্নেয়গিরি লাগোয়া এলাকা থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া শুরু হয়৷ ছাইয়ে ঢাকা রাস্তায় সার বেঁধে গাড়িতে করে একে একে সকলে চলে আসতে শুরু করেন এলাকা ছেড়ে৷ শুক্রবার বিকেলের মধ্যে লাখ দেড়েক মানুষকে অন্যত্র সরানো হয়েছে৷

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.