প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।
জানি এই শহরে বাড়ি গাড়ী কিছু হবেনা__তুমিও দেবেনো ভালোবাসা
নির্বাহী চেয়ারের আরাম আবেসিত করবেনা এই আমাকে
আমার জীবনে প্রেম ভালোবাসা আনন্দ বিলাস, ফূর্তি আর রং তামাসা
আসবেনা, জানি আমি, জেনে মেনে নিয়েছি অনিবার্যতাকে।
মেধার বহর ছিলো না বলে বাগাতে পারিনি টেন্ডার, রাজনীতিকদের
কাছাকাছি হতে পারিনি, মেধার বহর ছিলো না বলে প্রথম শ্রেণির কোনো চাকরি
জোটেনী আমার কপালে, মেধার বহর ছিলো না বলে দালাল কিংবা আদম বেপারী
হতে পারিনি।
উপঢৌকন দিতে পারিনি বাবার শালা মামাদের।
তুমিও সুযোগ বুঝে ভালোবাসাগুলো বাসতে ডেকেছো হরতাল
তুমিও সুযোগ বুঝে ভৃত্যের মতোন তর্জনী নিদের্শে আমার শাসাও
আমার শেষ গন্তব্য বুঝতে পেরে তুমিও হঠাৎ উধাও
আমার আজ কিছু নেই, শুুধু আছে বাবার দুবিঘা জামি একটি ধানের চাতাল।
উচ্চবিত্তের মুনাফা চর চর বাড়ছে দ্রুততম সূচকে, মধ্যবিত্তরা তোষামোদে বাগাচ্ছে
রস, কষ, মধ্যস্বত্ত্ব। সৎ প্রান্তিক আর তৃণমূলেরা অনাহারে অর্ধাহারে হাপাচ্ছে।
১৫.০২.২০১৪
তৃণমূলের সনেট //
শাফিক আফতাব //
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।