আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপির তৃণমূলের সঙ্গে কেন্দ্রের ধারাবাহিক বৈঠক

সকালে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে পঞ্চগড় জেলা নেতাদের বৈঠকের মধ্য দিয়ে শুরু হয়েছে এই কর্মসূচি।
প্রথম পর্যায়ে ১৩ জেলার থানা ও পৌর নেতাদের ঢাকায় এনে এই বৈঠক হচ্ছে। এই পর্ব শেষ হবে ২০ এপ্রিল খুলনা ও নড়াইল জেলা নেতৃবৃন্দের বৈঠকের মধ্য দিয়ে।
প্রথম পর্যায়ের সিরিজ বৈঠকের জেলাগুলো হচ্ছে- পঞ্চগড়, নীলফামারী, নওগাঁও, নেত্রকোনা,  ব্রাক্ষনবাড়ীয়া, সিলেট, সুনামগঞ্জ, ময়মনংসিহ (উত্তর), চুয়াডাঙ্গা, খুলনা, নড়াইল ও সাতক্ষীরা।

প্রথম দিন সকালে শুরু হয়েছে পঞ্চগড় জেলার নেতাদের সঙ্গে বৈঠক।

বিকাল ৪টায় প্রথমে নীলফামারী ও পরে সৈয়দপুর জেলা নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় নেতারা।

সকাল ১১টায় পঞ্চগড় জেলা নেতাদের বৈঠক শুরু  হয়। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এতে যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলাল, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহিনসহ পঞ্চগড়ের জেলা ও থানার নেতারা অংশ নেন।

দলের যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘ সকাল ১১ টায় বৈঠক শুরু হয়েছে। তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করতেই এই কর্মসূচি হচ্ছে।

এতে সাংগঠনিক বিষয়াদি নিয়ে আলোচনা হবে। ”
তিনি জানান, রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে পঞ্চগড়, নীলফামারী ও সৈয়দপুর নেতারা দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে মতবিনিময় করবেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.