সুচিত্রা সেন কন্যা মুনমুন সেন কি এবার লোকসভাতে প্রার্থী হচ্ছেন? এই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে। গতকাল সোমবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার বালিগঞ্জে মুনমুন সেনের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। ঘণ্টাখানেক কথা হয় দুইজনের মধ্যে। তারপরই জল্পনা উসকে দেয় এই দুইজনের সাক্ষাৎ। যদিও সাক্ষাতের বিষয়ে কোন পক্ষই মুখ খোলেন নি।
তবে জানা গেছে আসন্ন লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করতেই মুনমুন সেনের সঙ্গে আলোচনা হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে। সূত্র মতে, মুনমুন সেন রাজি হলে রাজ্যের কোন একটি নিরাপদ কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন। সেক্ষেত্রে দক্ষিণ কলকাতার যাদবপুরের তৃণমূলের বিতর্কিত সাংসদ কবীর সুমনের কেন্দ্রে কিংবা বিক্ষুব্ধ তৃণমূল সাংসদ সোমেন মিত্রের ছেড়ে যাওয়া কেন্দ্র ডায়মন্ডহারবারেও মুনমুন সেন প্রার্থী হওয়ার জোর সম্ভাবনা। যদিও সবটাই স্থির করবেন মমতা বন্দোপাধ্যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।