ব্রিটেনের উপ-প্রধানমন্ত্রী নিক ক্লেগ-ঘনিষ্ঠ ব্যবসায়ী সুধীর চৌধুরী ও তার ছেলে ভানু চৌধুরীকে গত বুধবার গ্রেফতার করেছিলেন সিরিয়াস ফ্রড অফিসের আধিকারিকরা। গ্রেফতার হওয়া বাবা ও ছেলে উভয়ই ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী। তাদের গ্রেফতারের পর থেকেই হুলস্থূল কাণ্ড বেঁধে গেছে ব্রিটেনে।
পরে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়। লিবেরাল ডেমোক্র্যাটিক পার্টি ঘনিষ্ঠ পিতা-পুত্রের বিরুদ্ধে রোলস রয়েসকে ঘুষ দেওয়ার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।
ঘটনার কথা প্রকাশ্যে আসতেই সমস্যায় পড়েছে ডেমোক্র্যাটিক পার্টি।
একটি বিবৃতির মাধ্যমে তাদের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্তাধীন বিষয় নিয়ে দলের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হবে না। ২০০২ সালে পাকাপাকিভাবে ব্রিটেনে বসবাস করতে থাকা চৌধুরী পরিবারের মূল ব্যবসা হাসপাতাল ও রিয়েল এস্টেট।
নিক ক্লেগের দলকে বেশ কিছু বছর ধরেই মোটা অঙ্কের অনুদান দিচ্ছেন তিনি। চৌধুরী পিতা-পুত্রের বিরুদ্ধে ঘুষের প্রমাণ মিললে নিক ক্লেগসহ লিবেরাল ডেমোক্র্যাটিক দল সমস্যায় পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।