পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, হরতাল-নৈরাজ্য পরিহার করে বিএনপি যদি আলোচনায় আসে তাহলে আটক নেতাদের মুক্তি দেওয়ার কথা চিন্তা করা যেতে পারে। আর মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই মনে করে না যে, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে গণতন্ত্রের উন্নয়ন করা যাবে। সন্ত্রাস, নৈরাজ্য, ধর্মীয় উন্মাদনা সৃষ্টিকে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করে না। গতকাল সকালে ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত জন ড্যানিলুইস মন্ত্রীর সঙ্গে তার সচিবালয়ের দফতরে দেখা করে যাওয়ার পর মন্ত্রী এসব কথা বলেন। পরিবেশ ও বনমন্ত্রী বলেন, গত পাঁচ বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিল অত্যন্ত চমৎকার। গত কয়েক মাসে এ সম্পর্কের আরও উন্নতি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সব সময় বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা চায়। প্রধান বিরোধী দল হরতাল ও নৈরাজ্য সৃষ্টি করে জনগণের ভোগান্তি বাড়াচ্ছে- এটা মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করে না। গতকাল মার্কিন দূতাবাস এ বিষয়ে এক বিবৃতিতে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হতে পারে বলে আশা প্রকাশ করেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।