কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন বলেছেন, সরকারের বৈধতা নিয়ে কানাডা সরকারের কোনো প্রশ্ন নেই। তারা এ দেশে সহিংস রাজনীতির পুনরাবৃত্তি দেখতে চায় না। সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে সংঘটিত সহিংসতারও নিন্দা জানিয়েছেন তিনি। এ দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের পক্ষে তিনি অভিমত ব্যক্ত করেন। সচিবালয়ে কানাডার হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে গতকাল আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এ কথা বলেন। আইনমন্ত্রী জানান, তিনি বৈঠকে কানাডার হাইকমিশনারকে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গণতন্ত্রকে এগিয়ে নিতে যা যা করা দরকার তা করবে। দেশে বর্তমানে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে। নির্বাচনের পরে সংলাপের সম্ভাবনা সৃষ্টি হবে। গণতন্ত্রকে এগিয়ে নিতে সংলাপের কোনো বিকল্প নেই। আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের মেয়াদ আরও পাঁচ বছর বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, এ আইনে অপরাধগুলো যেহেতু বিদ্যমান সে জন্য মন্ত্রিসভা এ সিদ্ধান্ত নিয়েছে। রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে কোনো রাজনীতিবিদ অপরাধী হলে তিনি রাজনীতিবিদ হিসেবে নন, অপরাধী হিসেবেই এ আইনের আওতায় বিচার্য। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, কানাডায় পলাতক বঙ্গবন্ধুর খুনিকে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা বন্ধ নেই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।