যেভাবেই হোক নতুন বছর ২০১৪ সালে রাজনৈতিক সমঝোতা ও সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ চান ব্যবসায়ীরা। তারা বলছেন, এ বছর রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের জন্য ভালো কিছু হোক- এটাই প্রত্যাশা। স্বাধীনতার পর ২০১৩ সালকে সবচেয়ে খারাপ বছর উল্লেখ করে তারা বলেন, '২০১৪ সাল যেন এমন খারাপ না হয়। কেননা রাজনৈতিক অস্থিতিশীলতা অব্যাহত থাকলে অর্থনীতিতে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে।'
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, 'নতুন বছরে নতুন কিছু দেখার অপেক্ষায় আছি। যেভাবেই হোক রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমঝোতা চাই। নির্বাচন না করে জ্বালাও-পোড়াও কর্মকাণ্ড ব্যবসায়ী সমাজ সমর্থন করে না। নতুন বছর রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের জন্য ভালো কিছু হোক- এটাই আমার প্রত্যাশা।'
সংগঠনের সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, 'ব্যবসায়ীদের প্রত্যাশা একটাই, ২০১৪ সাল যেন ২০১৩ সালের মতো না হয়।' ২০১৩ সালকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে খারাপ বছর উল্লেখ করে তিনি বলেন, 'রাজনৈতিক সংঘাত-সহিংসতার অবসান ঘটিয়ে ২০১৪ সাল যেন ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি পুষিয়ে নেওয়া যায়, সেটাই সবার প্রত্যাশা।'
সাবেক আরেক সভাপতি এ কে আজাদ বলেন, 'রাজনৈতিক সমঝোতা ও ব্যবসায়িক পরিবেশ চাই। কর্মসংস্থান সৃষ্টিতে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ চাই। রাজনৈতিক সমঝোতার মাধ্যমে সবার অংশগ্রহণে নির্বাচন চাই। পণ্য পরিবহনে যানবাহনের নিরাপত্তা চাই। ব্যবসায়ীদের ভীতি দূর করতে হবে।' তিনি বলেন, 'রাজনৈতিক অস্থিরতার কারণে আগামী মার্চে রপ্তানিতে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে ছয় হাজার কোটি টাকা রাজস্ব আয় কম হয়েছে।' এই বিপর্যয়ের ফলে আগামী জুন নাগাদ ১২ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি হবে বলেও মনে করেন এই ব্যবসায়ী নেতা। বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি আতিকুল ইসলাম বলেন, 'নতুন বছরের প্রথম প্রত্যাশা রাজনীতিবিদদের কাছে। তারা যেন দয়া করে সমঝোতা করেন। আমরা যেন সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ পাই।' তিনি আরও বলেন, 'রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে পোশাক শিল্প বাঁচবে। এ শিল্প বাঁচলে দেশ বাঁচবে। অর্থনীতি বাঁচবে। তাই সরকার ও বিরোধী দলের কাছে পোশাক শিল্পসহ সংশ্লিষ্ট সব শিল্প ও ব্যবসা এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিরাপত্তা চাই।'
বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি এ কে এম সেলিম ওসমান বলেন, 'প্রত্যাশা করতে করতে ব্যবসায়ীরা হতাশ। তারপরও নতুন বছর ঘিরে অন্য সবার মতো আমাদের প্রত্যাশা, রাজনীতিবিদরা যেন সমঝোতার কাতারে আসেন। সমঝোতায় বসে জাতিকে অশান্তির আগুন থেকে মুক্তি দেন।' সেলিম ওসমানের মতে, দেশের বর্তমান পরিস্থিতির এককভাবে রাজনীতিবিদরা দায়ী নন। তবে তাদের দেওয়া হরতাল-অবরোধের ফলে আমদানি-রপ্তানি বাণিজ্য উভয় ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়ছে। ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির জন্য রাজনীতিবিদদের দায়-দায়িত্ব এড়িয়ে গেলে চলবে না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।