আমাদের কথা খুঁজে নিন

   

মিস্টার ক্রিকেট অবসর নিচ্ছেন ক্রিকেট থেকে।এইটা মনে হয় লিজেন্ড দের অবসর নেয়ার বছর

আমার সাধ না মিটিল, আশা না পুরাল, সকলে ছাড়িয়া যায় মা মিস্টার ক্রিকেট অবসর নিচ্ছেন ক্রিকেট থেকে। এইটা মনে হয় লিজেন্ড দের অবসর নেয়ার বছর। রিকি,শচিন,দ্রাবিড়,লক্ষ্মণ। এখন যাচ্ছে মাইক হাসি। কিন্তু সবার সাথে মাইক হাসির পার্থক্য হচ্ছে তিনি এখনো রান মেশিন।

অনেকে হয়ত বলবেন কোথায় লিজেন্ড রিকি, শচিন আর কোথায় মাইক হাসি। তাদের বলি মাইক হাসি প্রায় ১৫০০০ হাজার রান করে অজি দলে সুযোগ পান এবং টেস্টে ৫১.৫২ গড়ে তাঁর সংগ্রহ ৬১৮৩ । মনে রাখা ভালো তিনি ব্যাটিং করতেন ৬ নাম্বারে। আর সবাই যাদের নাম বললাম সবাই ফর্ম হারিয়ে ধুকতে ধুকতে শেষে অবসর নিয়েছেন কিন্তু হাসি এখনো টপে আছেন ফর্মের দিক থেকে। আমি ভাবছিলাম সে হয়তো আর ৩-৪ বছর খেলবে।

সে টেস্টে যেমন সফল ঠিক তেমনি ভাবে তিনি সফল ওয়ানডে আর টি২০ টেও। মাইক হাসি সেই সব খেলোয়াড় দের মাঝে একজন যারা দুর্দান্ত ফর্মে থাকতেই ক্রিকেট থেকে অবসর নিলেন। আর সবার অবসর আমাকে ধাক্কা না দিলেও মাইক হাসির অবসর বিশাল করে দিলো। এখন আর তার ব্যাটিং দেখুম না টেস্টে মনে হইতেই জানি কেমন লাগতেছে। এইবার অজিরা পরবে ফান্দে।

তাড়াতাড়ি ৩-৪ টা উইকেট হারালে হাসি এসে ম্যাচ টেনে নিয়ে যাইত। এইবার কেডা নিব? তার বিকল্প বের করতে অনেক টাইম লাগবে অজিদের। মাইক হাসি Full name Michael Edward Killeen Hussey Born May 27, 1975, Mt Lawley, Perth, Western Australia Current age 37 years 216 days ৭৮ টেস্টে ১৩৫ ইনিংসে তার রান ৬১৮৩। গড় ৫১.৫২। স্ট্রাইক রেট ৫০.০৯।

১৯ টা সেঞ্চুরি আর ২৯ টা হাফ সেঞ্চুরি। ১৮৫ ওয়ানডেতে 157 44 5442১৫৭ ইনিংসে ৫৪৪২ রান। গড় ৪৮.১৫। স্ট্রাইক রেট ৮৭.১৬। ৩ টা সেঞ্চুরি আর ৩৯ টা হাফ সেঞ্চুরি।

৩৮ টা টি২০ তে ৩০ টা ইনিংসে ৭২১ রান। গড় ৩৭.৯৪। স্ট্রাইক রেট ১৩৬.২৯ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.