টঙ্গীতে বিশ্ববিদ্যালয় ছাত্র এবং পাবনায় প্রকৌশলীকে হত্যা করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশ তাদের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
টঙ্গী : টঙ্গীতে উত্তরা আমেরিকান ইউনিভার্সিটির বিবিএর ছাত্র খোকনকে (২৩) উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করে তার মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। এ সময় অপর দুই ছাত্র আ. রহমান ও মামুন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনা ঘটে গতকাল ভোর রাতে টঙ্গীর দত্তপাড়া জহির মার্কেট এলাকায় সাহাজউদ্দিন বিদ্যানিকেতনের সামনে। থানা সুত্র জানায়, শুক্রবার ভোররাত সাড়ে ৫টায় তিন ছাত্র একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে মোটরসাইকেলযোগে টঙ্গীর দত্তপাড়া বাসায় ফেরার পথে ছিনতাই চক্রের সদস্যরা প্রাইভেট কার দিয়ে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে তারা ছিটকে পড়লে দুর্বৃত্তরা উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত কলেজছাত্রদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক খোকনকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে টঙ্গী থানার ওসি ইসমাইল হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি ওই কলেজ ছাত্রের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পাবনা : পাবনার বাঁশেরবাদা টেপাগাড়ি নামক স্থানে একটি সিএনজি স্টেশনের প্রকৌশলী নাহিদ হোসেন বাপ্পিকে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই করেছে সন্ত্রাসীরা। পুলিশ জানায়, শুক্রবার ভোর রাতে তিনি ডিউটি শেষ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে অজ্ঞাত সন্ত্রাসীরা রাস্তার ওপর রশি দিয়ে তার গতিরোধ করে এবং তাকে ধারালো অস্ত্রের সাহায্যে গলা কেটে হত্যার পর মোটরসাইকেলটি ছিনতাই করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।