আমাদের কথা খুঁজে নিন

   

সত্য ও ন্যায়ের বাণী প্রচার বড় ইবাদত

মহান আল্লাহ ইরশাদ করেন_ হে উম্মতে মুহাম্মদি। তোমাদের মধ্যে এমন একটি দল হওয়া উচিত যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করবে আর তারাই হলো কল্যাণ ও সৌভাগ্যের অধিকারী। অতএব, হে সম্মানিত মুমিনগণ! আপনারা জেনে রাখুন নিশ্চয় সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ দীন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় এবং শরিয়তের অপরিহার্য দায়িত্বগুলোর মধ্যে এক বিরাট দায়িত্ব। আল্লাহর অহি অনুযায়ী তাঁর নবী ও রাসূলগণই হলেন সৎ কাজের আদেশদাতা এবং অসৎ কাজে নিষেধদাতা। আর ওলামায়ে কেরাম হলেন এ ব্যাপারে তাঁদের উত্তরাধিকারী। যারা শক্তি ও সাধ্যানুযায়ী দীনি জ্ঞানবিদ্যা সব মানুষের কাছে প্রচার করবেন এবং তাদের নেক আমলের প্রতি উৎসাহিত করবেন। এ ব্যাপারে হাদিস শরিফে বর্ণিত আছে, সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ সম্পর্কে আমর বিন শুয়াইব তার পিতা শুয়াইব থেকে এবং তার পিতা তার দাদা থেকে বর্ণনা করেন; হজরত রাসূল পাক (সা.) বলেন_ 'তোমরা তোমাদের সন্তানদের নামাজের আদেশ কর যখন তারা সাত বছরে পেঁৗছে। আর তাদের প্রহার কর যখন তারা দশ বছরে উপনীত হয়' (যদি তারা নামাজ না পড়ে)। আবু দাউদ শরিফহজরত আবু সাঈদ খুদরী (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, আমি হজরত রাসূল পাককে (সা.) বলতে শুনেছি, 'তোমাদের কেউ যদি কোনো মন্দ আচরণ (শরিয়তবিরোধী কার্যকলাপ) দেখতে পায় সে যেন স্বহস্তে তা দূরীভূত করে। যদি সে তাতে শক্তি না রাখে তাহলে সে যেন জবান দ্বারা তা দূর করে দেয়। তাও যদি তার পক্ষে সম্ভব না হয় তাহলে সে যেন তা মনেপ্রাণে ঘৃণা করে। আর এটা হলো দুর্বল ইমানের পরিচয়।' মুসলিম শরিফ

হজরত হুজায়ফা (রা.) থেকে বর্ণিত হুজুর (সা.) বলেন, 'কসম সেই সত্তার যার হাতে আমার প্রাণ তোমরা অবশ্যই ভালো কাজের আদেশ দেবে এবং খারাপ কাজ থেকে নিষেধ করবে। অন্যথায় শীঘ্রই আল্লাহপাক তোমাদের প্রতি তাঁর শাস্তি প্রেরণ করবেন। অতঃপর তোমরা মুক্তির জন্য দোয়া করবে বটে, কিন্তু দোয়া কবুল করা হবে না।' তিরমিজি শরিফ

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হুজুর (সা.) বলেন_ 'যে ব্যক্তি মানুষকে কোনো নেক আমলের দিকে আহ্বান করবে, সে ওইসব লোকের সমান সওয়াব পাবে, যারা এর অনুসরণ (আমল) করবে। অথচ ইহা আমলকারীদের সওয়াবের কোনো অংশ কমাবে না। পক্ষান্তরে যে ব্যক্তি কাউকে কোনো গোমরাহি তথা অন্যায় কাজের দিকে আহ্বান করবে তার জন্যও ওই পরিমাণ গুনাহ হবে, যা এর অনুসারীদের জন্য হবে। অথচ তাদের গুনাহের কোনো অংশ কমাবে না।' মুসলিম শরিফ

হজরত জাবির (রা.) থেকে বর্ণিত, হজরত রাসূলে পাক (সা.) বলেন_ 'আল্লাহপাক হজরত জিব্রাইল (আ.)-কে অমুক অমুক শহর তার অধিবাসীসহ উল্টে দেওয়ার হুকুম করলেন। হজরত জিব্রাইল (আ.) বললেন, হে রব! তাদের মধ্যে আপনার এমন একজন বান্দা রয়েছে যে জীবনভর এক নিমেষের জন্যও আপনার নাফরমানি করেননি। আল্লাহপাক বললেন, তুমি তাকেসহ তাদের ওপর এলাকা উল্টে দিয়ে ধ্বংস কর। কেননা সে এমন এক স্বার্থপর বান্দা যার চেহারা এলাকাবাসীর নাফরমানির দরুন কখনো বিবর্ণ ও মলিন হয়নি।' বায়হাকি শরিফ

হে আল্লাহ আপনি আমাদের নেক আমল করার তৌফিক দিন এবং আমরা যেন সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করার মহান দায়িত্ব পালন করতে পারি। আমিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.