রাত পোহালেই আজ (রবিবার) ভারতের রাজধানী দিলি্ল, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়- এই চার রাজ্যের বিধানসভার ফল ঘোষণা হবে। চার রাজ্যের মধ্যে দিলি্ল এবং রাজস্থানে ক্ষমতায় আছে কংগ্রেস, অন্যদিকে মধ্যপ্রদেশ এবং ছত্রিশগড়ের শাসনক্ষমতায় আছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
এই চার রাজ্যেই মূল লড়াই হয়েছে কংগ্রেস এবং বিজেপির মধ্যে। যদিও দিলি্লতে কংগ্রেস ও বিজেপি-কে বেগ দিতে তৃতীয় শক্তি হিসেবে নির্বাচনী ময়দানে নেমেছিল অরবিন্দ কেজরিওয়ালের 'আম আদমি পার্টি'। স্বভাবতই লোকসভা নির্বাচনের আগে এই ফলাফল নিয়ে ইতোমধ্যে গুঞ্জন শুরু হয়েছে দেশের রাজনৈতিক মহলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।