কাতর প্রভাত যাতনা ভারে যখনই হইবে ভারী, এক পেয়ালা কুয়াশা তুলিয়া চলিব রাতের বাড়ি।
ঘুঘু দেখেছো দেখোনি ঘুঘুর ফাঁদ,
বামন হয়ে ছুঁতে যেওনা আকাশের চাঁদ।
মাগো! জন্মের পর কখনো মায়ের আদর পাইনি,
আজ থেকে তুমিই আমার মা।
খোকা তোর বাবাকে খুন করেছে,
এই সেই আকরাম খা।
শয়তান! তুই আমার বাবাকে করেছিস খুন,
ছিঃ আমার মেয়ে হয়ে বংশের মুখে মাখালি চুন!
আজ থেকে তোর ঘরের বাইরে যাওয়া বন্ধ।
ড্যাডি! মিথ্যে আভিজাত্যের মোহে তুমি আজ অন্ধ।
ওগো!
দুটি অবুঝ ছেলে মেয়ের দিকে তাকিয়ে ভুলে যাও সব দন্দ্ব।
ঐ মিশা তুই বাঘের লেজ দিয়া চুলকাইলি কান,
চৌধুরী সাহেব! আমরা গরীব হতে পারি তুবু রয়েছে মান।
গুন্ডা তুই আমার দেহ পাবি, পাবিনা এই মন,
নাআআআ কিসমতকে না পেলে রাখবোনা এ জীবন।
সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল করতে হবে বাকা,
বল, কত হলে আমার মেয়ের পিছু ছাড়বি? এই নে ১০ লাখ টাকা।
শরীফ চৌধুরীর ছেলে হয়ে তুই,
বিয়ে করলি সামান্য এক টেম্পু ওয়ালার বোন!!!
বাবা তোমার কোটি কোটি টাকা থাকতে পারে,
নাই টেম্পু ওয়ালাদের মত সুন্দর একটা মন।
না মা তোমার স্থান পায়ে নয় আমার বুকে,
দোয়া করি মা স্বামী সন্তান নিয়ে থাকো সুখে।
বস আমাদের এক ট্রাক মাল আটক করেছে ওসি আকাশ,
আহ! আকাশ আকাশ কে এই আকাশ? আমি চাই তার লাশ।
এই সেই আকাশ, বেগুন বাড়ির রহমত শেখ এর ছেলে,
হুম! ভালোই হলো, এবার দুই পাখি মারবো এক ঢিলে।
যা আকাশের মা-বোনকে তুলে নিয়ে আয় আমার কাছে,
মনে রাখিস কান টানলে মাথাটাই আসে।
হু হা হা সবাই দেখি আমার আস্তানায় হাজির। বাহ! বাহ!
সবাই অস্ত্র ফেলে দিন, আইন নিজের হাতে তুলে নিবেন না।
-----------সমাপ্ত-----------
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।