আমাদের কথা খুঁজে নিন

   

যে কোন জনসভায় অন্যান্ন আগ্নেয়াস্ত্রের পাশাপাশি আরো কি কি জিনিষের উপর নিষেধাজ্ঞা জারি করা যেতে পারে

যত সব উল্টা পাল্টা চিন্তা, ভাবনা, ধ্যান ধারনা আমাদের দেশে জুতা নিক্ষেপ কালচার শুরু হয়ে গেছে, রাজনীতিবিদরা যে ভাবে উল্টা পাল্টা কথা বলে তাতে বলা তো যায়না আরও কি কি নিক্ষেপের কালচার শুরু হয়। তাই যে কোন জনসভায় অন্যান্ন আগ্নেয়াস্ত্রের পাশাপাশি আরো কিছু জিনিষের উপর নিষেধাজ্ঞা জারি করা যেতে পারে রাজনীতিবিদদের সার্বিক সুরক্ষার কথা বিবেচনা করে কিছু তালিকা দিয়ে দিলাম, তালিকাটি সভা শুরুর আগে লিফলেট হিসেবে বিলি করা যেতে পারে ১। জুতা ২। মোজা -শীত কালের জন্য, জানেনই তো শীত কালে মোজার কি অবস্থা হয় ৩। আলু, পটল, বেগুন সহ বিভিন্ন ধরনের সব্জি ৪।

ডিম ৫। চশমা ৬। কম দামি ঘড়ি ৭। কম দামি মোবাইল ৮। সভায় ঢোকার আগে পায়খানা, পস্রাব সেরে নিতে হবে ৯।

পলিথিন - বাইচান্স কেউ যদি পায়খানা, পস্রাবের বেগ নিয়ে ঢুকে পরে ১০। জান্গিয়া, গেন্জী ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.