কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন..... আমি খুব শীঘ্রই একটি জনসভা করতে করতে যাচ্ছি। তাতে ১০ লক্ষের অধীক লোক জমায়েত হবে। তাতে থাকবে আমার স্ব- লিখিত একটি কবিতা । যে কবিতা পাঠ করার সাথে সাথে জনসমাবেশের মানূষ আমার কবিতার প্রতি সায় দেবে। আমার কবিতা মানূষের ভাগ্য পরিবর্তন করে দেবে।
সারা দেশে আমার কবিতা ছড়িয়ে পড়বে।
কিন্তু সমস্যা হলো এত বড় বিশাল জনসভা , এই জনসভার কারনে যেন জনসাধারনের অসুবিধা না হয় । তার জন্য বিশাল একটি ময়দান খোঁজছি।
ইজতেমার ময়দানে করবো , না শোলাকিয়া র ময়দান. এই গুলোন আবার ঢাকার বাহিরে। আচ্ছা যদি সব ফ্লাইট বাতিল করে শাহজালাল ইন্টারন্যশনাল এয়ার পোর্টে করলে কেমন হবে।
ঢাকা মেট্রো পু. ক. এত বড় বিশাল জনসভা করা যাবে না বা স্থান সংকুলানের অসুবিধার কথা বলে অনুমতি দেন নি । তবে তিনি বলছইন যদি বিশাল ময়দান পাওয়া যায় এবং বাথরুম এবং পানির পয়- নিষ্কাশনের যথায়থ স্থান পাওয়া যায় তাহলে অনুমতি দেয়া যেতে পারে। আমার নিষ্ক্রিয় কমিটি একটি উত্তম প্রস্তাব দিয়েছে ,''বলেছে'' যদি জাতীয় প্যারেড গ্রাউন্ড কুর্মিটোলা বিমান বন্দর এক দিনের জন্যে জন্যে বরাদ্দ পাওয়া যায় তাহলে খুব ভালো হবে।
জেনে রাখা ভালো বিগত ৪০ বছরের প্রায় সব কটি সরকার, আমি যাতে এই জনসভা করতে না পারি, তার জন্যে সব ময়দানে সীমানা প্রাচীর নির্মান করা হয়েছে, রোড ডিভাইডার নির্মান করা হয়েছে । ঢাকার ভিতরে এমন একটি স্থান নাই, যে জনদুর্ভোগ এড়াতে এমন একটি বিশাল জনসভা করা যায়।
সময় মত পোষ্টার লিফলেট বিতরন করা হবে, ঢলে ঢলে এই সমাবেশে যোগ দিয়ে '' সমাবেশ নিরাপদ এবং চিরস্থায়ী সমাবেশ স্থান'' নির্ধারনী সমাবেশে যোগ দিন। জনসভা দীর্ঘজীবি হোক। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।