YOU'RE LOOKING AT ME BUT I'M LOOKING THROUGH YOU
ক্লাস বন্ধ থাকায় ভাবলাম কোথাও ঘুরতে যাই। আবার ক্লাসে যাওয়ার মেট্রো কার্ডও আছে, যে কোনো জায়গায় ফ্রি যাওয়া যাবে। সিটি কলেজ অব নিউ ইয়র্কে যাওয়ার প্ল্যান করলাম আমার খুব প্রিয় একজন মানুষের সাথে। সকাল ১১ টায় রওনা দিলাম। বাসে উঠতেই বুঝতে পারলাম ভুল বাসে উঠেছি, অপোজিট ডাইরেকশানে তারপরও অনেকগুলো স্টপ গেলাম, যেখানে মন চায় চলে যাব, নো প্রবলেম।
কিন্তু নামার পর দেখি ইস্ট হারলেমে এসে পড়েছি। আল্লাহ, এত ভাল ভাল জায়গা থাকতে ইস্ট হারলেমে এসে লস্ট হলাম ফোরটি সেকেন্ড স্ট্রিটে লস্ট হলেও অনেক অনেক খুশি হতাম। এম১০১ বাস দিয়ে ফাইনালি সিটি কলেজে এসে পৌঁছালাম।
১)
২)
৩) ভিতরে ঢুকছি
৪)
৫)
৬)
৭)
৮)
৯)
১০)
১১) অনেক সুন্দর একটা গেট
১২)
১৩) এই লোক নাকি প্রেসিডেন্ট অব দা কলেজ, আলেকজেন্ডার এস।
১৪)
১৫)
১৬)
১৭)
১৮)
১৯)
২০)
২১)
২২)
২৩) যে কারনে সিটি কলেজ বিখ্যাত
২৪) ওখান দিয়ে সামনে যেতেই দেখলাম এটা
২৫) জানিনা কি
২৬)
২৭) চার্চ মনে হয়
২৮) সিড়ি দিয়ে নিচে নামছি
২৯)
৩০)
৩১)
৩২)
৩৩)
৩৪)
৩৫)
৩৬) পরের মিশন বি ট্রেইন দিয়ে ১৬১ স্ট্রিট- ইয়াংকি স্টেডিয়াম ও সেখান থেকে ৪/৫ ট্রেইন টু ফোরটি সেকেন্ড স্ট্রিট
বেশি ছবি দিলে সামুতে ভিজিবল হয় না, তাই পরের মিশনের ছবি আসছে পরের পোষ্টে খুব শীঘ্র।
(ছবি গুলো আমার দুলাভাই ক্যামেরা দিয়ে তোলা)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।