আমাদের কথা খুঁজে নিন

   

মমতা দিদি -- কবি বাঁশ মোহন বাগান



বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই,
মাগো আমার শিবসেনার মমতা দিদি কই?
গড়ের মাঠে লেকসার্কাসে থোকায় থোকায় জামাত জ্বলে
ছাগুর গন্ধে ঘুম আসে না একলা জেগে রই-
মাগো আমার নরেন্দ্রমোদির মমতা দিদি কই?

সেদিন হতে কেন মা আর দিদিরে না ডাকো;-
দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো?
খাবার খেতে আসি যখন, দিদি বলে ডাকি তখন,
রাইটার্স থেকে কেন মা আর দিদি আসে নাকো?
আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো?

বল মা দিদি কী মোদির কাছে গেছে, আসবে আবার কবে?
কাল যে দিদির নতুন ঘরে জামাত-শিবসেনা বিয়ে হবে!
দিদির মত ফাঁকি দিয়ে, আমিও যদি লুকাই গিয়ে
তুমি তখন একলা ঘরে কেমন করে রবে,
আমিও নাই-দিদিও নাই- কেমন মজা হবে।

রক্ত চাপাতে ভরে গেছে গুজরাট রেলের তল,
মাড়াসনে মা পুকুর থেকে আনবি যখন জল।
কাঁঠাল গাছের ফাঁকে ফাঁকে ছাগুদুটি লুকিয়ে থাকে,
জবাই তুমি দিও না মা, ছিঁড়তে গিয়ে ফল,-
দিদি এসে শুনবে যখন, বলবি কি মা বল!

বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই-
এমন সময় মাগো গোঁড়া হিন্দু মমতা দিদি কই?
ছিটমহলে তিস্তা পাড়ে ছাগু ডাকে ঝোপে ঝাড়ে’
বোটকা গন্ধে ঘুম আসে না, তাইতে জেগে রই
মাগো আমার ইংলিশ টিচার মমতা দিদি কই?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।