আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাংক কর্মকর্তা শিশুসহ ছয় জেলায় ছয় খুন

পাবনায় সাত বছরের শিশুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে বিরোধে খুন হয়েছেন এক গৃহবধূ। এ ছাড়া ফরিদপুর, নরসিংদী, গাইবান্ধা ও বরিশালে উদ্ধার করা হয়েছে চারজনের লাশ। ফরিদপুর : নগরকান্দার বাসাগাড়ীতে সোমবার রাতে ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে হত্যা করে তার মোটরসাইকেল নিয়ে গেছে ছিনতাইকারীরা। জাহাঙ্গীর আলম সদরপুর উপজেলার কৃষ্টপুর সোনালী ব্যাংক শাখার ম্যানেজার এবং ফুলসুতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। পাবনা : ঈশ্বরদীতে সাত বছরের শিশু রাহিন শাহকে গলা কেটে হত্যা করেছে দুর্বত্তরা। তবে স্থানীয়দের অভিযোগ বলাৎকারের পর শিশুটিকে জবাই করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে রাহিনের লাশ উদ্ধার করে পুলিশ। রাহিন উপজেলার মহাদেবপুর গ্রামের জগলু সাহার ছেলে। ব্রাহ্মণবাড়িয়া : জমি নিয়ে বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ায় ভাইপো-ভাইজি জামাইয়ের হাতে খুন হয়েছেন গৃহবধূ জাহানারা বেগম। সদর উপজেলার কালিসীমা গ্রামে সোমবার রাতে এ ঘটনা ঘটে। নরসিংদী : সদর উপজেলার একটি বিল থেকে গতকাল শফিকুল ইসলাম নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শফিকুলের বাড়ি উপজেলার চম্পকনগর গ্রামে। গাইবান্ধা : ফুলছড়িতে বিস্কুটের কার্টন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। উদাখালী ইউনিয়ন পরিষদের পাশে একটি শুকনো পুকুরে গতকাল স্থানীয়রা বিস্কুটের কার্টন দেখতে পান। বরিশাল : মেহেন্দিগঞ্জের ঘোলেরহাট সংলগ্ন শ্রীপুর নদী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.