সরকারের প্রভাবশালী একজন মন্ত্রীর কাণ্ডে বিব্রত কর্মকর্তারা। প্রথম দিন দায়িত্ব নিয়েই তিনি মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করেন। এরপর সংখ্যালঘু সম্প্রদায়ের আরেকজন শীর্ষ কর্মকর্তাকে ‘ভারতের দালাল’ অবহিত করে গালাগাল করেন এবং বাংলাদেশের সম্পদ বিদেশে রাখার অভিযোগ। সিনিয়র একজন মন্ত্রীর এ ধরনের ব্যবহার ও বক্তব্যে প্রশাসনে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাশাপাশি অসন্তোষ তৈরি হয়েছে সিনিয়র সরকারি কর্মকর্তাদের মধ্যে। কর্মকর্তারা বিস্ময় প্রকাশ করে বলেছেন, একজন মন্ত্রী কিভাবে এ ধরনের বক্তব্য দিতে পারেন এবং এ ধরনের আচরণ করতে পারেন তা আমাদের কাছে বোধগম্য নয়। জানা গেছে, এই মন্ত্রীর বক্তব্য ও আচরণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এখন আতঙ্ক বিরাজ করছে। সংশ্লিষ্ট মন্ত্রী সম্পর্কে বিভিন্ন সংস্থাও প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন বলে জানা গেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।