আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামীণ ব্যাংকের আট কর্মকর্তার বিরুদ্ধে ÷

গ্রাহকদের আমানতকৃত প্রায় দুই কোটি টাকা আত্দসাতের অভিযোগে বরিশাল সদর উপজেলার রায়পাশা শাখা গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপকসহ ৮ কর্মকর্তার বিরুদ্ধে সাতটি মামলা হয়েছে। বরিশাল কোতোয়ালি মডেল থানায় সোমবার রাতে এ মামলা করেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী। প্রত্যেকটি মামলায় প্রধান আসামি করা হয়েছে দেলোয়ার হাসান ও গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসের প্রোগ্রাম অফিসার আবদুর সবুর মোহাম্মদ বাকীউসকে। এ ছাড়া ব্যাংকের কর্মকর্তা শাহ আলমকে চারটি, রতন প্রভা হালদার, মনিরুল ইসলাম, ওমর ফারুককে দুটি করে এবং কামরুন্নাহার ও ইব্রাহিম খলিলকে একটি মামলায় অসামি করা হয়েছে। সব মামলায় আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে অর্থ আত্দসাতের অভিযোগ আনা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, দেলোয়ার হোসেন ২০০৫ সালের ১০ মে থেকে ২০১১ সালের ৭ জুলাই পর্যন্ত রায়পাশা শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

ওই সময়ে গ্রাহকদের নামে এক কোটি ৮৩ লাখ টাকার ঋণ উত্তোলন করে কর্মকর্তাদের যোগসাজশে আত্দসাত করেন তিনি। মামলার বাদী ওয়াজেদ আলী জানান, তাদের বিরুদ্ধে আরও ২৩ মামলা করা হবে। এগুলো অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তবে এ বিষয়ে আসামিপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.