আমাদের কথা খুঁজে নিন

   

জাপার মহিলা এমপির তালিকা চূড়ান্ত

দশম জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির মনোনীত সংরক্ষিত মহিলা এমপিদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। আনুপাতিক হারে জাতীয় পার্টি ৬ জন মহিলা এমপি হচ্ছেন। তবে কৌশলগত কারণে এ নিয়ে কঠোর গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। বিশ্বস্ত সূত্র জানায়, ইতোমধ্যে ৬ জন প্রার্থীকেই চূড়ান্ত করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ। তারা হচ্ছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য মহিলা পার্টির সভানেত্রী নূর-ই হাসনা লিলি চৌধুরী (কুড়িগ্রাম), শাহানারা বেগম (রংপুর), জাতীয় পার্টির ভাইস-চেয়ারম্যান মাহজাবীন মোরশেদ (চট্টগ্রাম) রওশনারা মান্নান (মানিকগঞ্জ), খোরশেদারা হক (কঙ্বাজার) ও এরশাদের বোন মেরিনা রহমান। জানতে চাইলে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বাংলাদেশ প্রতিদিনকে জানান, জাতীয় পার্টির জন্য বরাদ্দকৃত ৬টি সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে। নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়ের মধ্যে ফরমগুলো পূরণ করে দলীয়ভাবেই জমা দেওয়া হবে। ইতোমধ্যে নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করেছে। ঘোষিত তফসিল অনুযায়ী দশম সংসদের সংরক্ষিত মহিলা আসনের ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে ২৯ মার্চ। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৪ মার্চ, যাচাই-বাছাই ৬ মার্চ ও প্রত্যাহারের তারিখ ১২ মার্চ। জানা যায়, হুসেইন মুহম্মদ এরশাদ বনানীর কার্যালয় থেকে মহিলা আসনের জন্য ৯৬টি ফরম বিক্রি করেন। প্রার্থীদের সাক্ষাৎকারও নেন। তালিকাও তৈরি করেন। এরশাদের তালিকায় ছিলেন রাজধানীর এক হুজুরের মেয়ে। ব্যক্তিগত এক কর্মচারীর স্ত্রী। দলের এক যুগ্ম মহাসচিবের স্ত্রী। এরশাদের এক পালিত কন্য। পার্টির এক যুগ্ম মহাসচিব ও এরশাদের ভাই জিএম কাদেরের স্ত্রী। তালিকা তৈরি করে রওশন এরশাদের কাছে পাঠানো হয়। কাউকে তার পছন্দ হয়নি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.