আমাদের কথা খুঁজে নিন

   

সরকার জঙ্গিদের প্রশ্রয় দিচ্ছে

‘আওয়ামী লীগ নিজেও একটি জঙ্গি সংগঠন। তারা জঙ্গিদের প্রশ্রয় দিচ্ছে ’ বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী । সরকার জঙ্গিদের সঙ্গে নিয়ে পরিকল্পিত কিছু করার চিন্তা করছে এমন মন্তব্য করেন তিনি। বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী আরও বলেন, ‘জঙ্গি সংগঠন এবং শাসক দলের কাজের মধ্যে মিল রয়েছে।

জঙ্গি উত্থানের পর্বগুলো যদি দেখি তাহলে প্রতিটি ক্ষেত্রে আওয়ামী লীগ জড়িত। ’ ময়মনসিংহে জঙ্গি ছিনতাইয়ের ঘটনাকে সরকারের রহস্যজনক আচরণ বলে দাবি করেন তিনি।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং দলের জ্যেষ্ঠ নেতা শেখ ফজলুল করিম সেলিম ময়মনসিংহে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় বিএনপি-জামায়াতের প্রতি ইঙ্গিত করে যে বক্তব্য দিয়েছেন তার কঠোর সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, ‘তদন্ত কমিটি হওয়ার আগেই অর্থমন্ত্রী বিএনপি-জামায়াতের ওপর দায় দিয়ে এসব কথা বলেছেন। ’রিজভী প্রশ্ন রাখেন, ‘তারা পাঁচ বছর ক্ষমতায় ছিল।

তাদের হাতে আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা সবই ছিল। তারা কি করছে।  

তিনি বলেন, ‘আওয়ামী লীগের ছত্রছায়ায় জঙ্গিরা তৎপর হচ্ছে। ’উপজেলা নির্বাচন নিয়ে রিজভী বলেন, ‘নির্বাচনের ফলাফল ক্ষমতাসীনদের পক্ষে নেয়ার জন্য মহাপরিকল্পনা চলছে। সুষ্ঠুভাবে নির্বাচন হলে ৯৫ ভাগ জায়গায় ১৯ দলীয় জোটের প্রার্থীরা জয়লাভ করবে।

নির্বাচন কমিশন এবং সরকারে প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘নির্বাচনে  কারচুপি হলে আন্দোলন এবং মিছিলের মাধ্যমে দেশকে উত্তাল করে তোলা হবে। ’

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.