আমাদের কথা খুঁজে নিন

   

মাদকাসক্ত সার্ভেয়ারকে পুলিশে দিলেন এসিল্

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাদক সেবন করে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে সার্ভেয়ার আবদুল কাইয়ুমকে বুধবার রাতে পুলিশে দেন এসিল্যান্ড। তবে গতকাল তাকে থানা থেকে ছাড়িয়ে নিয়েছেন ইউএনও রেজাউল বারী। ইউএনওর এ কর্মকাণ্ডে তোলপাড় দেখা দিয়েছে স্থানীয় সুশীল সমাজে। জানা যায়, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আবদুল কাইয়ুম মাদকাসক্ত অবস্থায় বুধবার রাতে সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমানের ডাকবাংলোয় গিয়ে অসৌজন্যমূলক আচরণ করেন। পরে এসিল্যান্ড ওসিকে ফোন দিলে পুলিশ কাইয়ুমকে আটক করে থানায় নিয়ে আসেন। গতকাল ইউএনও উপজেলা যুব অফিসার মাকসুদুর রহমানকে থানায় পাঠিয়ে কাইয়ুমকে ছাড়িয়ে আনেন। ওসি জানান, সার্ভেয়ার স্বীকার করেছেন, 'তিনি একটু ড্রিংকস করেছেন। তবে ইউএনওর নির্দেশে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।' এ ব্যাপারে ইউএনওর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.