ক্রিমিয়া থেকে ইউক্রেনের সেনা প্রত্যাহারের পরিকল্পনা করছে সরকার। রাজধানী কিয়েভ থেকে ইউক্রেনের নিরাপত্তাপ্রধান আন্দ্রে পারুবি বলেন, তিনি চান ক্রিমিয়ায় থাকা ইউক্রেনের সেনাদের ও তাদের পরিবারের সদস্যদের দ্রুত এবং কার্যকরভাবে মূল ভূখণ্ডে নিয়ে আসতে। সেই অনুযায়ী সরকার পরিকল্পনাও শুরু করেছে। এর আগে রুশপন্থি সেনারা দুটি নৌঘাঁটি দখল করে নেয়। যার মধ্যে ইউক্রেনের নৌ-সদর দফতরও রয়েছে। এতে ইউক্রেনের সেনা এবং তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহলে আশঙ্কা দেখা দিয়েছে। তাই সেনা বাহিনীকে মূল ভূখণ্ডে ফিরিয়ে আনার উদ্যোগ শুরু হয়েছে। ইউক্রেনের স্বশাসিত ক্রিমিয়া প্রজাতন্ত্র রাশিয়ার সঙ্গে একীভূত হয়ে যাওয়ার চুক্তি করার পর ওই উপদ্বীপ থেকে নিজের সেনা প্রত্যাহারের পরিকল্পনার কথা ঘোষণা করেছে কিয়েভ। যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইউক্রেন সংকটকে কেন্দ্র করে সামরিক সংঘাতের আশঙ্কা উড়িয়ে দিয়ে বলেন, রাশিয়ার সঙ্গে প্রকৃত যুদ্ধে জড়াবে না ওয়াশিংটন। বুধবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইউক্রেনে আমরা সামরিক সংঘাতে লিপ্ত হতে যাচ্ছি না। ক্রিমিয়াকে নিজ ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার যে উদ্যোগ রাশিয়া নিয়েছে ওবামা তার নিন্দা জানিয়ে বলেন, এ ইস্যুতে যুদ্ধ শুরু করবে না তার দেশ। বিবিসি, আল জাজিরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।