ইউক্রেন মূলত রাশিয়া থেকে আমদানি করা গ্যাসের ওপর নির্ভরশীল। ক্রিমিয়াকে বিচ্ছিন্ন করে এবার ইউক্রেনে গ্যাসের রপ্তানি মূল্য এক-তৃতীয়াংশের বেশি বৃদ্ধি করার ঘোষণা দিয়েছে দেশটি। রাশিয়ার বৃহৎ গ্যাস কোম্পানি গ্যাজপ্রম গতকাল এ ঘোষণা দিয়েছে।
ক্রেমলিনপন্থি সরকারের পতন ও পশ্চিমা সমর্থক সরকার ক্ষমতায় আসার পর এ ঘোষণা দেওয়া হলো। বর্তমানে ইউক্রেনকে প্রতি এক হাজার কিউবিক মিটার গ্যাসের দাম হিসেবে ৩৮৫ দশমিক ৫ মার্কিন ডলার পরিশোধ করতে হবে। গ্যাজপ্রমের প্রধান নির্বাহী অ্যালেঙ্ িমিলার এক বিবৃতিতে এ কথা বলেন। এর আগে প্রতি হাজার কিউবিক মিটার গ্যাসের দাম ছিল ২৮৫ দশমিক ৫ মার্কিন ডলার। আর এই দাম বৃদ্ধি গত ডিসেম্বর থেকেই কার্যকর হবে। এদিকে ইউক্রেনের পার্লামেন্টে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর সঙ্গে ধারাবাহিক যৌথ সামরিক মহড়া চালানোর বিষয়টি অনুমোদন করেছে। গতকাল পার্লামেন্টের এ সংক্রান্ত বিল ২৩৫-০ ভোটে পাস হয়। ভোটাভুটির পর দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো কোভাল বলেন, এটি আমাদের সশস্ত্র বাহিনীর উন্নয়নের একটি ভালো সুযোগ। এ বিল অনুযায়ী ন্যাটোর সঙ্গে যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হলে ক্রিমিয়া উপদ্বীপে মোতায়েন রুশ সেনাবাহিনীর একেবারে কাছাকাছি চলে যাবে মার্কিন সেনারা।
অন্যদিকে ইউক্রেনের পূর্ব সীমান্ত থেকে সীমিত আকারে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোনে আলাপকালে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলকে এ কথা জানিয়েছেন। আল-জাজিরা, বিবিসি, এএফপি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।