দুঃখগুলি মেঘ হয়ে ভেসে পাহাড় সাগর দেয় পাড়ি
পৃথিবীর বহু নগর অরণ্য পার হয়ে মেঘবর্ণ আকাশের সারি।
দুঃখগুলি ভেসে যায় অবশেষে আলোকিত স্বপ্ন যায় দেখা;
পার হয়ে বিষাদের শোকার্ত শরীর-সজল কান্নার রেখা।
ব্যক্তিগত ল্যাপটপ উল্লসিত চমকিত নানা তরঙ্গের ধারা;
সব গান সব স্মৃতি হয়ে যায় প্রকৃতির অবিরল কৃষ্টিধারা।
দুঃখগুলি মেঘ হয়ে ভেসে যায়-অবিরত নীল সঙ্গীতের ধ্বনি;
চারদিকে পুনর্জন্ম বারবার প্রতিঘাত, মৃত্যুময় কান্না শুনি।
দুঃখগুলি মেঘ হয়ে ভেসে যায় বাংলার সমতল থেকে
উত্তরের পথ বেয়ে তুষারিত হিমালয়ে
জীবনের ক্লান্ত কোলাহলে-নীল সাগরের ছন্দ হয়ে।
দুঃখগুলি বলেছিলো, বরষার শেষে ফিরে যাবে তারা;
দুঃখগুলি বলেছিলো, আনন্দের গান শুনে হবে তারা আত্দহারা-
দুঃখগুলি আরো তীব্রতর, জীবন সত্যিই সুনীল বিষণ্ন কর্ণধারা।
দুঃখগুলি কখনোই ফেরে নাই জীবনের বিষণ্ন বন্দর থেকে
গান হয়ে কর্ণফুলী নদী চাটগাঁয়ে গেছে বেঁকে।
শোনো তুমি কথা শোনো; দুঃখগুলি তোমাকেই শোনে-
তোমার আকাশে রাত জেগে কেবল দুঃখের তারা গোনে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।