আমাদের কথা খুঁজে নিন

   

সড়ক দুর্ঘটনায় মা মেয়েসহ নিহত ১০

টাঙ্গাইলে বাসচাপায় মা-মেয়ের মৃত্যু হয়েছে। বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন এবং সাভারে নিহত হয়েছেন দুজন। এ ছাড়া ঝিনাইদহ, ব্রাহ্মণবাড়িয়া ও মেহেরপুরে মারা গেছে একজন করে।

টাঙ্গাইল : মির্জাপুরের কাটরা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল বাসচাপায় মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন রোহিদপুর গ্রামের কমলা বেগম ও তার মেয়ে রোজিনা। দুপুরে কমলা তার দুই বছরের শিশুকন্যাকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় যাত্রীবাহী বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়।

বাগেরহাট : বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও আহত হয়েছেন আরও তিনজন। বাগেরহাট-খুলনা মহাসড়কের বিঅ্যান্ডবি বাজার এলাকায় গতকাল দুপুরে ও বাগেরহাট-মাওয়া মহাসড়কের জয়ডিহি নামক স্থানে রবিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মিন্টু, পাগল বালা ও সুনীতি সমার্দার। সাভার : হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে গতকাল দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তারা হলেন গাজীপুরের হানিফ মিয়া ও কুমিল্লার রতন।

ঝিনাইদহ : সদর উপজেলার কলমনখালী নামক স্থানে সকালে বালুভর্তি ট্রাক উল্টে শ্রমিক রবিউল ইসলাম নিহত হয়েছেন। রবিউল উপজেলার বেড় গোপীনাথপুর গ্রামের আকুল মোল্লার ছেলে। ব্রাহ্মণবাড়িয়া : নবীনগরের অটোরিকশা চাপায় চুইড়িয়া গ্রামে আমির হোসেনের মেয়ে ছাদিয়া নিহত হয়েছে। এদিকে রছুল্লাবাদ গ্রামের আহত হয়েছেন তাবলিগ জামাতের ১০ জন মুসলি্ল। মেহেরপুর : মুজিবনগরের কোমরপুরে ইজিবাইকের ধাক্কায় তৃতীয় শ্রেণীর ছাত্র লিখনের মৃত্যু হয়েছে। লিখন কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.