'এখনই সময় মেয়েদের সচেতনতা সৃষ্টির। ভূমির সমান ভাগ পেতে হলে এখনই তাদের এগিয়ে আসতে হবে। আর সেক্ষেত্রে নারী সংবাদ কর্মীদের ভূমিকাই মুখ্য।' গতকাল রাজশাহীতে অনুষ্ঠিত 'ভূমিতে মেয়েদের অধিকার, নারী সংবাদ কর্মীদের সচেতনতা' শীর্ষক কর্মশালায় আলোচকরা এসব কথা বলেন। গণযোগাযোগ ও সাংবাদিকতাবিষয়ক পত্রিকা-'মাধ্যম' এর আয়োজনে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম ডেভেলপমেন্টের সহযোগিতায় রাজশাহী ও রংপুরের ১৬টি জেলার ২০ নারী সংবাদ কর্মী এতে অংশ নেন। দুই দিনব্যাপী প্রশিক্ষণের শেষ দিনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সময় টেলিভিশনের হেড অব নিউজ তুষার আবদুল্লাহ। প্রশিক্ষণে আলোচক হিসেবে অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও উন্নয়ন কর্মী নঈম গহর ওয়ারা, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি ও রাজস্ব) ড. দেওয়ান মো. শাহরিয়ার ফিরোজ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক অ্যাডভোকেট তানজিনা শারমিন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট দেওয়া হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।