আমাদের কথা খুঁজে নিন

   

আর্জেন্টিনা-কলম্বিয়া সমানে সমান

লুইস সুয়ারেজ আরও একবার আন্তর্জাতিক ফুটবলে বিতর্কের জন্ম দিলেন। গতকাল সকালে পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ৪৩ মিনিটে তিনি যে অভিনয় করলেন ডি বঙ্রে ভিতরে তা আক্ষরিক অর্থেই নিন্দনীয়! অন্তত পেরুভিয়ান কোচের দৃষ্টিতে পেনাল্টি কোনোভাবেই হয় না। এমনকি ম্যাচের প্রথমার্ধেই ডিফেন্ডার ইয়ুশিমারকে দেওয়া লাল কার্ডটাও তিনি মেনে নিতে পারেননি। এসব বিতর্ক সত্ত্বেও উরুগুয়ের জন্য সুসংবাদ রয়েছে। পেরুকে ২-১ গোলে হারিয়ে ব্রাজিল যাত্রার প্রতিযোগিতায় টিকে রয়েছে তারা। তবে ল্যাটিন আমেরিকা অঞ্চলে আর্জেন্টিনার সমান্তরালে পেঁৗছে নিশ্চিন্ত আছে কলম্বিয়া। গত শুক্রবার মধ্য রাতে কলম্বিয়া ১-০ গোলে ইকুয়েডরকে হারিয়েছে। এই জয়ে এখন ফ্যালকাওদের অর্জন ১৩ ম্যাচে আর্জেন্টিনার সমান ২৬ পয়েন্ট। মেসিদের মতোই অন্তত পঞ্চম স্থান নিশ্চিত হয়ে গেছে ফ্যালকাওদের। এই তালিকায় উঠেছে চিলিও। আলেঙ্সি সানচেজরা ৩-০ গোলে পরাজিত করেছে ভেনেজুয়েলাকে। এই জয়ে চিলি ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে গেছে। ইকুয়েডর হারলেও ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে তারা। ১৯ পয়েন্ট নিয়ে পঞ্চমে উরুগুয়ে। ল্যাটিন অঞ্চলের বাছাই পবে গত শুক্রবার জয় পেয়েছে প্যারাগুয়েও। তারা বলিভিয়াকে ৪-০ গোলে পরাজিত করেছে। তবে এই জয়ের পরও গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালিস্টরা রয়েছে ৮ নম্বরে। ১৩ ম্যাচে তাদের অর্জন ১১ পয়েন্ট। আর একটি ম্যাচে ড্র করলেও প্যারাগুয়ের বিশ্বকাপ খেলার আশা বাদ দিতে হবে। অন্যদিকে আর্জেন্টিনা আগামী ১০ সেপ্টেম্বরের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে জয় পেলেই বিশ্বকাপ যাত্রা নিশ্চিত হবে মেসিদের।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.