আরটিভি দ্বিতীয়বারের মতো 'আরটিভি পন্ডস আলোকিত নারী ২০১৪' সম্মাননা প্রদান করেছে। নারী দিবসে তেজগাঁও আরটিভিরি বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে এ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এবার ৮ বিভাগে ৯ জন আলোকিত নারীকে সম্মাননা জানানো হয়। তারা হলেন, শিক্ষায় রাশেদা কে চৌধুরী, সংগীতে ফেরদৌসী রহমান, কথাসাহিত্যে মুশতারী শফি, ফটো সাংবাদিকতায় সাঈদা খানম, সমাজ সেবায় ড. ভেলরী অ্যান টেইলর, অভিনয়ে সারাহ বেগম কবরী এবং মঞ্চে শিমুল ইউসুফ, ক্রীড়ায় রানী হামিদ ও ব্যবসায় কানিজ আলমাস খান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা ও শিশু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ। স্বাগত বক্তব্য রাখেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান ও শুভেচ্ছা বক্তব্য রাখেন আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ূন কবির বাবলু।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।